অশিক্ষিত ও অদক্ষ জনশক্তি রফতানি দূরীকরণে নতুন উদ্যোগ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ আগস্ট, ২০১৫, ০৮:৪২:২৪ রাত
সরকার ইতিমধ্যে জনশক্তি রফতানি খাতে বিরাজমান অনিয়ম, অব্যবস্থাপনা দূর করার জন্য নতুন আইন প্রণয়ন করেছে। এ আইনের মাধ্যমে প্রচলিত অনিয়ম ও দুর্নীতি রোধ করা গেলে তা অভিবাসী শ্রমিকদের জন্য যেমন স্বস্তিদায়ক হবে, তেমনি দেশের জন্যও হবে কল্যাণকর। আন্তর্জাতিক বাজারে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে আমাদের দেশ থেকে রফতানি হওয়া জনশক্তির অধিকাংশই আধাদক্ষ বা অদক্ষ পর্যায়ের। অদক্ষ হওয়ার কারণে এসব শ্রমিকের পারিশ্রমিকের হার খুবই কম। ফলে জমিজমা বিক্রি বা ঋণ করে বিদেশে পাড়ি দেয়ার পর উদয়াস্ত পরিশ্রম করেও খরচের টাকা উঠানোই তাদের জন্য দুরূহ হয়ে পড়ে। এ বাস্তবতা সামনে রেখে দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সরকার। বেসরকারিভাবে কর্মী প্রেরণের বিষয়টিও সুষ্ঠুভাবে তদারকি করার পাশপাশি দক্ষ জনবল গড়ে তোলায় মনোযোগী ও প্রত্যয়ী বর্তমান সরকার।
বিষয়: বিবিধ
৮০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন