মহামান্য সরকার প্রধান আজ যাত্রাবাড়ীতে আসিতেছেন !

লিখেছেন লিখেছেন জাকির বেপারী ০৫ মার্চ, ২০১৩, ০১:২৬:০৩ দুপুর



বাংলাদেশের বহুল আলোচিত বিকল্প সরকার, রাজাকারের নাতি, সাবেক ছাত্রলীগ নেতা ডা. ইমরান এইচ সরকার আজ বিকাল ৩টায় যাত্রাবাড়ীতে আসিতেছেন।

তার এই শুভ আগমনে যাত্রাবাড়ী এলাকা ফুসে ফেপে উঠেছে। তাকে নিরাপত্তা দেবার জন্য ঢাকা শহরের ৯০% পুলিশ যাত্রাবাড়ী চৌরাস্তায় জড়ো করানো হয়েছে। ঢাকা শহরের অন্যান্য জায়গায় বিরোধীদলের হরতাল মোকাবেলায় রাজপথে থাকবেন ছাত্রলীগ ও যুবলীগ এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে RAB ও বিজিবি।

আজ যাত্রাবাড়ীতে যারা মহামান্য সরকারকে দেখতে আসিবেন, অবশ্যই মেটাল কোন কিছু আনিবেন না, যেমন : চাবির রিং, কয়েন ইত্যাদি নিষিদ্ধ। উল্লেখ্য সরকারের মঞ্চের চারিদিকে মেটাল ডিটেক্টর থাকবে এবং আপনাকে চেক করে ভিতরে ঢুকানো হবে। আপনার কপাল যদি না হয় ফাঁকা, নগদে ৫০০/১০০০ টাকা পেয়ে যেতে পারেন।

আসুন আমরা সকলে মিলে বাংলাদেশের বিকল্প সরকার ডা. ইমরান এইচ সরকারকে সাফল্য মন্ডিত করি।

বিঃদ্রঃ উপরোক্ত কাহিনী কাল্পনিক, যদি কোথাও কোন অংশ মিলে যায়, তা শুধু কাকতালীয় মাত্র।

বিষয়: রাজনীতি

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File