পাবনায় সাঈদী মুক্ত মঞ্চ তৈরি : জনতার ঢল

লিখেছেন লিখেছেন তারেক বিশ্বাস ০৫ মার্চ, ২০১৩, ০১:২৪:২৫ দুপুর

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়ায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির জন্য সাঈদী মুক্ত মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করে স্থানীয় জনতা। হরতালের প্রথমদিন পাবনা-নগরবাড়ী-ঢাকা মহাসড়কে পুষ্পপাড়ায় তৈরি এ মঞ্চে সাঈদীর ওয়াজ ও স্থানীয় জনতা বক্তব্য শুরু করেন। এ সময় আশপাশের হাজার হাজার সাধারণ মানুষ ছুটে আসে মঞ্চ প্রাঙ্গণে।

আয়োজকরা জানান, সাঈদীকে মুক্তি না দেয়া পর্যন্ত তারা এই মঞ্চে আন্দোলন চালিয়ে যাবে। এ মঞ্চে পাবনার বিভিন্ন শিল্পীগোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন।

http://www.amardeshonline.com/pages/details/2013/03/05/190642#.UTTxWTcXEb4

======================

সারাদেশেও এ রকম মঞ্চ তৈরি করা চাই।চলুক সংগ্রাম................

বিষয়: বিবিধ

৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File