হারাম,গোপন আরাম

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১২ অক্টোবর, ২০১৭, ০৫:২২:০৮ বিকাল

আলম মুহাম্মদ

দিন হারাম,দুনিয়া হারাম

দ্বীন প্রতিষ্টা তা ও হারাম

গণ হারাম, তন্ত্র হারাম

হরে হরে তাল ও হারাম,

সব হারামের মাঝে আছে একটা গোপন আরাম

স্বৈরাচারের সাথে আতাত কি যে মধুর আরাম।

-

দেখা হারাম,শেখা হারাম

দ্বীনের কথা বলাও হারাম

কিছু আয়াত-হাদিস হারাম

লেখা,পড়া,বুঝাও হারাম

সহিহ আক্বিদার মাঝে আছে একটা গোপন আরাম

রাজতন্ত্রের রাজার সাথে গোস্ত খাওয়া আরাম।

-

টাকা হারাম,পয়সা হারাম

দান-খয়রাত,হাদিয়া হারাম

ব্যাংক হারাম,বীমা হারাম

বাণিজ্যতে ব্যবসা হারাম

সব ব্যবসার মাঝে আছে একটা গোপন আরাম

নিজ পকেটে গোপন পথে টাকা আসাই আরাম।

-

নর হারাম,নারী হারাম

জোয়ান,বুড়া সবই হারাম

মুল্লা হারাম,মুন্সি হারাম

মসজিদ,মাদ্রাসা হারাম

সব ফতোয়ার মাঝে আছে একটা গোপন আরাম

কালো টাকার বিনিময়ে ফতোয়া দেয়াই আরাম।

বিষয়: বিবিধ

৭৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384186
১২ অক্টোবর ২০১৭ রাত ১০:৩৮

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File