ইক্বামতে দীনের বিরোধিতা কতটুকু সহীহ?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১২ অক্টোবর, ২০১৭, ০১:৩৭:০৫ দুপুর
সহীহ আক্বীদার নামে যে ধোকাবাজি চলছে তা বুঝতে সাধারণ মানুষের বেশ সময় লেগেছে।
অবশ্য তার আসল করণ হল তারাই এতদিন রাখ ঢাক করে চলেছে যা এখন প্রকাশ্যে রূপ নিয়েছে।
যে কারণে এতদিন পরে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে সহীহ আক্বীদার নামে তারা বুঝে হোক আর না বুঝে হোক ধোকাবাজি করছে তার কয়েকটি মোটামুটি নিন্ম রূপঃ
০১) এক্বামতে দীনের প্রকাশ্যে বিরোধীতা করা।
০২) সহীহ আক্বীদার ছদ্মাবরনে নিজেদের জন্য আলাদা মসজিদ তৈরী করা।
০৩) গণহারে ইসলামী সংগঠনের বিরোধীতা করা।
০৪) নির্লজ্বভাবে সেকুলারদের লেজুরবৃত্তি করা।
০৫) পরিচিত ক্ষমতাবান সেকুলার এবং প্রতিষ্ঠিত দূর্ণীতিবাজ দরবেশদের নিয়ে দল গঠন করা।
০৬) ঢালাওভাবে গণতন্ত্রের বিরোধীতা করা এবং সেই গণতান্ত্রীক ব্যবস্থা থকেই সুবিধা নেয়া।
০৭) মাজহাবের ঈমামগ্ণকে বিতর্কিত করা, বিশেষ করে ঈমাম আবুহানিফা (রঃ)কে।
০৮) ইসলামী ব্যক্তি প্রতিষ্ঠানের খণ্ডিত বক্তব্য নিয়ে পাইকারি দরে কুতসা করা।
০৯) এখতেলাফী মাসালার ব্যাপারে নিজেদের মত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করা।
১০) যে সরকারের চাকুরী করে সেই সরকারের অনৈস্লামিক কার্যক্রমকে চোখ বুঝে সমর্থন দিয়ে যাওয়া এবং তা প্রতিষ্ঠা করার ব্যাপারেও গলদ ঘর্ম হওয়া।
১১) সহীহ আক্বীদা চর্চার নামে জ্ঞানী মূর্খ নির্বেশেষে সবার সামনে এখতেলাফি বিষয় নিয়ে আলোচনা করা এবং নিজেদেরকেই একমাত্র সহীহ হিসেবে জাহির করা এবং মূর্খদেরও শোনা কথার আলোকে ফতোয়াবাজি করে বেড়াতে নিরুতসাহীত না করা।
১২) অন্য সংগঠনের কর্মীদের ভুল্ভাল বুঝিয়ে বিভ্রান্ত করা এবং নিজেদের দলে টানা।
১৩) তাদের প্রিতিষ্ঠিত দলে বামপন্থী ও আওয়ামিলীগের জায়গা হলেও কোন ডানপন্থীর জায়গা না হওয়া।
আল্লাহ আমাদেরকে এই তাখফেরী ধরণের ফেতনা থেকে হেফাজত করুন। আমিন।
বিষয়: বিবিধ
৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন