বিয়ানীবাজারে শিবিরের গুলিতে ছাত্র নিহত; শিবির নিষিদ্ধ করতে হবে-চুচিল

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৮ জুলাই, ২০১৭, ০৩:১৩:০৩ দুপুর

বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্র শিবিরের দুই গ্রুপে সংঘর্ষ হয়।এক বড় নেতা ক্লাসরুমে ঢুকে অপরগ্রুপের এক ছাত্রকে ঠান্ডা মাথায় গুলি করে মাথার খুলি উড়িয়ে দেন। গুলি খাইয়া ঐ কর্মী নিজকে সামলাতে না পেরে মৃত্যুর কুলে আত্বসমর্পন করেন। এই ঘটনার পর সারা দেশব্যাপী শিবির নিষিদ্ধের দাবি উঠে।

বিখ্যাত মুরগি সাপ্লাইয়ার, চেতনার মদ খেয়ে সদা বুদ হয়ে থাকা বিশিষ্ট চুচিল মুখে কুলুপ এটে বলেন, শিবির একটি জংগী সংগঠন, এদের হাতে দেশের ছাত্র সমাজ নিরাপদ নয়। এখনই সময় এদেরকে নিষিদ্ধ করার।

বিশিষ্ট রাজনীতি বিশেষজ্ঞ কুবাইয়াত এই ঘটনার পেছনের কারণ খুঁজে বলেন, ধর্ষনে ব্যর্থ হইয়া ছিবিরেরা এই ঘর্ষন করিয়াছে। ছিবিরের হাতে ছাত্রী ও ছাত্র কেউই নিরাপদ নয়। ছিবির নিষিদ্ধ করতে মুখে কুলুপ ঢুকালাম।

দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রধান চেনাপতি, বিশিষ্ট ডিম থেরাপী এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করিয়া মুখের ভেতর ডিম ঢুকাইয়া হাউমাউ করিয়া শিবিরের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে পাখি বেগম থেকে শুরু করে অনেকে ডিম পাড়ার জন্য শাহবাগে জড়ো হচ্ছেন।

আলেমে শাহবাগি, উস্তাদুল শয়তান ,ময়লানা পা ছাটা ফতোয়া জারি করেন যে, শিবির নিষিদ্ধ করা ফরজে আইন।

আসুন, সকলেই মুখে কুলুপ এঁটে শিবির নিষিদ্ধের এই আন্দোলনকে আরো তরান্বিত করি।নতুবা, ডিম থেরাপীর সমুহ সম্ভাবনা রহিয়াছে।

বিষয়: বিবিধ

৭০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383582
১৮ জুলাই ২০১৭ বিকাল ০৪:১৫
হতভাগা লিখেছেন : শিবিরকে নিষিদ্ধ করিতে হইবে না । উহা আপনা আপনিই বিলুপ্ত হইয়া যাইবে।
383583
১৮ জুলাই ২০১৭ বিকাল ০৫:৩৪
আবু জারীর লিখেছেন : যেভাবে তারা খুণ ছিন্তাই ধর্ষণ শুরু করেছে তাতে একদিন তারা বিলুপ্ত প্রাণী হয়ে যাবে ইনশা'আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File