গাছেরও খায় আবার তলারও কুড়ায়
লিখেছেন লিখেছেন হতভাগা ১৮ জুলাই, ২০১৭, ০২:৪৯:৫০ দুপুর
চাকুরীজীবি মহিলাদের কিছু স্বভাব আছে কমন যেগুলো তারা এপ্লাই করে তাদের প্রতিষ্ঠানে। যেখানে মহিলাদের আধিক্য কম সেসব প্রতিষ্ঠানে তারা এই চাল চালে। কারণ একজন মহিলা আরেকজন মহিলার ছল ছাতুরী ভালই ধরতে পারে যেটাতে পুরুষেরা গদ গদ হয়ে যায়।
অফিসের কাজে ফাঁকি দিতে বাসার অজুহাত দেখায় আর বাসার দায়িত্ব এড়াতে অফিসের অজুহাত দেখায়।
বিষয়: বিবিধ
৮৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে মহিলারা গালাগাল করে এটা সেই ব্যবস্থারই সুফল যেটা উনারা খুব এন্জয় করেন ,যদিও মহিলারা এটা কখনও স্বীকার করবে না।
আপনাকে এমন এক মহিলার জন্য কাজের বোঝা মাথায় চাপানো হবে যে আপনার মা/বোন/স্ত্রী/মেয়ে কেওই হয় না। এর জন্য কোন আর্থিক বেনেফিট তো আপনি পাবেনই না উল্টো ঐসব চাপিয়ে কাজে ভুল হলে এবং তার জন্য আপনার আসল কাজে হ্যাম্পার হলে উল্টো আপনাকে ফাঁপড় খেতে হতে পারে।
মন্তব্য করতে লগইন করুন