হতচ্ছাড়া কবিতা

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৪ অক্টোবর, ২০১৬, ০২:৫১:৩৫ দুপুর

শব্দেরা আজ খেলা করেনা মস্তিস্কে

এত লাশ এত পৈশাচিক বর্বরতা

ভয়ে শব্দেরা সব পালিয়েছে দ্বিগবিদ্বিগ

আমি কবি নই

তবুও মাঝে মধ্যে লিখি খেয়ালের বসে

দু'একটি শব্দ, কোন শ্লোক কানে বাজলেই

অক্ষরগুলো সুর তুলে

তাও আজ হারিয়েছি

কি লিখবো,কাকে নিয়ে লিখবো সেই ভাবনায়

হাতরে মরি সময়ের স্রুতে

ভালবাসার কথা,মানবতার কথা কিংবা রাজনীতির

সবিতে ভয় ঢুকেছে

ভালবাসা আজ ক্ষত-বিক্ষত চাপাতির কুপে

মানবতা দিশা হারিয়েছে সেই কবে

রাজনীতির দুর্বৃত্তায়নে বিবেক পুতিগন্ধময় লাশ

তাইতো আমার শব্দেরা,শ্লোকগুলো পালিয়েছে

কি দিয়ে ইতিতে যাব হতচ্ছাড়া কবিতার

ধার করা শব্দ-শ্লোক দিয়ে নিরবে হারাই

মাটির মাঝে শুকে পাই

কবিতার ঘ্রান,

আমি'ই মাটি,মাটি'ই সব

মাটি'ই আমার প্রাণ।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378701
১৪ অক্টোবর ২০১৬ রাত ০৯:৫১
378746
১৬ অক্টোবর ২০১৬ দুপুর ০২:২৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File