বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতার নতুন সূচনার সম্ভাবনা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ অক্টোবর, ২০১৬, ০৩:৪৮:৩২ দুপুর

চীন-বাংলাদেশের সম্পর্ক হচ্ছে শান্তিপূর্ন সহাবস্থান, প্রতিবেশীসুলভ মানসিকতা, পারস্পরিক বিশ্বাস, আস্থা ও একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এই পাঁচ মূলনীতির ওপর দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে নিবিড় সহযোগিতার নতুন যুগের সূচনা ঘটবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী তাদের মৌলিক জাতীয় স্বার্থ এবং এর সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বেজিংকে সমর্থন করে বাংলাদেশ। ইতিহাসের এমন এক সময়ে শির সফর হচ্ছে যখন বাংলাদেশ ‘নিচু স্তরের ভারসাম্য ফাঁদ’ ভেঙ্গে সবার জন্য সমৃদ্ধি, পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন এবং বিনিয়োগ ও শিল্পায়নের নতুন ক্ষেত্র হয়ে উঠার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। চীন আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার এবং আমাদের স্বপ্ন বাস্তবায়নে চীনকে আমরা একটি আস্থাশীল অংশীদার হিসেবে বিবেচনা করি। আমাদের অনেক মেগা-প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে চীনই প্রধান ভূমিকায়। চীন-বাংলাদেশ সম্পর্ক এখন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে সম্ভাব্য সব ক্ষেত্র ছুঁয়েছে। চীন প্রস্তাবিত ‘ওয়ান-বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগ প্রশংসার দাবিদার, যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রগুলোর সঙ্গে দক্ষিণ এশিয়ার বাকি অংশের যোগাযোগ তৈরিতে তারা এখন কাজ করছেন। এছাড়া দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি একক অর্থনৈতিক যোগাযোগ তৈরিতেও তারা কাজ করছেন। এটা পূর্ব এশিয়ার সঙ্গে বৃহত্তর যোগাযোগ তৈরির পাশাপাশি দক্ষিণের সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে তিনটি ইকোসিস্টেমকে বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন প্রচেষ্টায় চীনের সহযোগিতা বাংলাদেশের সফলতাকে দ্রুত এবং সহজতর করেছে। গত কয়েক দশকে দুই দেশের সহযোগিতা একটি পরিণতির দিকে গেছে। তবে অবকাঠামো উন্নয়ন, আইসিটির মতো উদীয়মান খাত ও ইলেকট্রনিকসের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সম্পৃক্ততা ভবিষ্যতে বিস্তৃত করার প্রচুর সুযোগ রয়েছে। বস্ত্র, চামড়া, পেট্রোকেমিক্যাল, ওষুধ, জাহাজ নির্মাণ ও কৃষি প্রক্রিয়াকরণের মতো বাংলাদেশের উদীয়মান খাতগুলোতে চীনা কোম্পানির বিনিয়োগ প্রত্যাশা বাংলাদেশের।



বিষয়: আন্তর্জাতিক

৭৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378696
১৪ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:২৮
মনসুর আহামেদ লিখেছেন :
অনেক ধন্যবাদ
378700
১৪ অক্টোবর ২০১৬ রাত ০৮:৪৭
হতভাগা লিখেছেন : ভারত কিন্তু এই বন্ধুত্বের উপর কড়া নজর রাখছে । ক'দিন পরেই হাসুবু ভারত যাচ্ছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File