&&& ফেসবুক তুমি &&&

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ আগস্ট, ২০১৬, ০৪:১৩:০৪ রাত

হে ফেসবুক তুমি মোরে করেছো মহান

তুমি মোরে দিয়েছো লেখকের সম্মান।

কেও হয়েছি কবি সাহিত্যিক কেও হয়েছি গায়ক

কেও বা আবার ছবি দিয়ে হয়ে আছি নায়ক।

কেও হয়েছি মুফতি শায়েখ ইসলামিক স্কলার

কেও হয়েছি বুদ্ধিজীবি জীবন কথা বলার।

তোমার বুকে ঠাঁই নিয়েছি কেও হয়েছি নেতা

রক্ত গরম কর্মী হয়ে লিখছি গরম কথা।

সাংবাদিক আর সমাজসেবক হয়ে আছি অনেক

মানবাধিকার কর্মী হয়েও আছেন কত জনেক।

লাইলি মজনু শিরি ফরহাদ মাঝে মাঝে মিলে

জানতে পারি কত ব্যাথা গাঁথা তাদের দিলে।

তোমার তুলনা তুমিই শুধু তুমিই আসল মহান

তোমার মাঝেই স্বপ্ন খুঁজে সকল লেখক প্রাণ।

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376826
২৭ আগস্ট ২০১৬ সকাল ০৯:৩৩
হতভাগা লিখেছেন :


এগুলো সাথে রাখতে পারেন ফেবুতে থাকার সময়
376848
২৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
কুয়েত থেকে লিখেছেন : তোমার তুলনা তুমিই শুধু তুমিই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File