আর কত অভিজ্ঞতা অর্জন ?

লিখেছেন লিখেছেন হতভাগা ২৭ আগস্ট, ২০১৬, ১১:২৮:৫৪ সকাল

গত ১৯৮৪ এর লস এন্জেলস অলিম্পিক থেকে বাংলাদেশ অলিম্পিকে যাওয়া শুরু করেছে ।

পদক নয় , অংশগ্রহনই মূল কথা - এই থিওরীই কপচানো হয় প্রতিবারই ।

২০১৬ এর রিও অলিম্পিকে অংশ নেবার পর এ পর্যন্ত ৯ টি অলিম্পিক অংশ নিয়েছে শুধুই অভিজ্ঞতা বাড়ানোর জন্যই ?

এই অলিম্পিকে প্রথম এসে পদক জিতেছে কসোভো নামের একটি দেশ । আর আমাদের অলিম্পিক দল গত ৩২ বছর ধরে যাচ্ছে অভিজ্ঞতা অর্জনের জন্য ? ঠিক কতবার অংশগ্রহন করলে অভিজ্ঞতা লাভ হয়ে যাবে সেটার কোন লিমিট আছে ?

আমাদের এথলেট যারা যান এটা একটা নিয়মই হয়ে গিয়েছে যে তারা হিটেই বাদ পড়বে । হয়ও তাই - কখনই এর ব্যতিক্রম পাওয়া যায় না । আগে তো ভিলেজ থেকেই পালিয়ে যাবার একটা টেনডেন্সী ছিল ।

বছরের পর বছর এরকম একটা প্রতিযোগিতায় এত খরচ করে কেনই বা যাওয়া হয় যেখানে পদক পাবার কোন সম্ভাবনাই নেই ?

আমাদের ক্রীড়া সংস্থার এতটাই দক্ষতা যে তাদের তৈরি করা ও পাঠানো দল সাফ গেমসেও সম পর্যায়ের অন্য দেশগুলোর সাথেও পেরে ওঠে না আর তারা কি না দল পাঠায় অলিম্পিকে !! এরকম দল তারা পাঠায় এশিয়ান গেমসেও । সেখান থেকেও আগে ২/১ টা পদক এসেছিল , এখন তাও আসে না ।

পদক আসুক না আসুক, অভিজ্ঞতা অর্জনের দোহাই দিয়ে বিরাট লটবহর নিয়েই যাওয়া হয় । খেলোয়াড়েরা মাঠে পারফর্ম করার চেষ্টা করেন আর কর্মকর্তারা পারফর্ম করেন মার্কেটে ।



আর এটাই হল ভেতরের থিম
- কেন পদক না পাওয়া নিশ্চিত জেনেও বাংলাদেশ দল পাঠায় দলের সাথে যাওয়া অহেতুক কিছু কর্মকর্তারা জনগনের খরচায় নিজেরা আমোদ ফূর্তি করবে বলে ।

দলের সাথে যাওয়া কর্মকর্তাদের মার্কেটিং এর জন্য যদি কোন পদক থাকতো তাহলে বাংলাদেশ অলিম্পিক দলের সাথে যাওয়া এই কর্মকর্তাদের বদৌলতে আমরা পদক তালিকার প্রথম দশেই থাকতাম ।

অনেক বছর আগে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে টাওয়েল চুরি করার দায়ে এরকম বেশ কিছু কর্মকর্তা দেশের জন্য ভালই সুনাম (!) কুড়িয়ে এনেছিলেন ।

প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহন করার আভাস না থাকলে বা পদক পাবার কোন সম্ভাবনা না থাকলে সেসব খেলায়/প্রতিযোগিতায় অংশগ্রহন না করাই ভাল।

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376830
২৭ আগস্ট ২০১৬ দুপুর ১২:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হ্ক কথা। দ্বিমতের কোন সুযোগ নেই। একবারতো এক অ্যাথলেট হোটেল এর টাওয়েল চুরি করে কেলেংকারিয়াস ঘটনার জন্ম দিয়েছিল।
২৭ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৫
312434
হতভাগা লিখেছেন : অ্যাথলেট না মনে হয় , কোন এক কর্মকর্তাই হবে । চুরি করে আবার কাব ঝাবও করেছিল। অ্যাথলেটরা ঐ দেশেই থেকে যাবার জন্য পালায় ।
২৭ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৪৩
312440
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নাম সাবরিনা সুলতানা সম্ভবত, এক মহিলা ক্রীড়াবিদ।
376831
২৭ আগস্ট ২০১৬ দুপুর ০১:৫৫
আফরা লিখেছেন : আরে ভাইয়া অভিজ্ঞতার কি শেষ আছে !! পদক না পেলে ও ধৈর্য ধরে প্রতিবার যাচ্ছে এতে তো ধৈর্য ধরনের অভিজ্ঞতা হচ্ছে ।
২৭ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৬
312435
হতভাগা লিখেছেন : তাহলে কসোভো পাইলো কিভাবে ?
376847
২৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৫৩
কুয়েত থেকে লিখেছেন : আমাদের কাজের কাজ না হওলেও অকাজ তো হবেই দলের সাথে যাওয়া কর্তাদের মার্কেটিং এর জন্য পদক থাকতো সাথে যাওয়া এই কর্তাদের পদক তালিকার প্রথম দশেই থাকতাম আমরা। অনেক ধন্যবাদ আপনাকে
২৮ আগস্ট ২০১৬ সকাল ০৮:৪৬
312448
হতভাগা লিখেছেন : অলিম্পিকে কর্মকর্তাদের মার্কেটিং করার বিষয়ে একটা ডিসিপ্লিন খোলা উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File