স্যরি ভাই, আপনার বউয়ের ছবিতে লাইক দিতে পারলাম না।

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২১ জুন, ২০১৬, ০৮:২৪:৫৪ সকাল

প্রায়শই ফেসবুকের বদৌলতে অনেক সিনিয়র জুনিয়র ভাই বন্ধুর বউয়ের ছবি নজরে আসে। যাদের মধ্যে অনেকেই ছাত্রজীবনে ইসলামী ছাত্র আন্দোলনে এক্টিভ ভুমিকা রেখেছেন। কর্মজীবনে কেও কেও এক্টিভ আছেন, আবার কেও কেও ইনেক্টিভ থাকলেও মনের দিক দিয়ে এখনো ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন। কিন্তু তারা ব্যক্তিগত জীবনে ডিজিটাল জীবন যাপনে সাচ্ছন্দ বোধ করেন। তাইতো তারা অবলীলায় তাদের বউয়ের বেপর্দা ছবি ফেসবুকে শেয়ার করে থাকেন।

ফেসবুকে বউয়ের ছবি শেয়ার করার একমাত্র উদ্দেশ্য কয়েকটা লাইক আর রসালো কয়েকটি মন্তব্য পাওয়া। আপনাদের জুটিকে খুব সুন্দর লাগছে, ভাবী হেভি সুন্দরী, ভাবীর সাথে আপনাকে খুব মানিয়েছে, এরকম কয়েকটি চটকদার মন্তব্যে উনারা খুব তৃপ্ত হন। বারংবার আইডিতে বিচরণ করে গুনে যান কয়টা লাইক পড়লো আর কয়টা মন্তব্য এলো। পরিচিতজনদের পক্ষ থেকে নেগেটিভ মন্তব্যও এসে থাকে। অনেকের মন্তব্যের জবাব দিলেও নেগেটিভ মন্তব্য উনারা নিরব থাকেন। বড়জোর ইনিয়েবিনিয়ে দু'একটার জবাবও দেন কদাচিত।

ছাত্রজীবনে তারা হালাল হারামের পথ বেচে চলতেন। মেয়েদের দিকে চোখ তুলে তাকাতেন না। এমনও সিনিয়র ভাই আছেন যারা পর্দার খেলাপ হবে বিধায় সার্ট ইন করে পরতেন না। অথচ কর্মজীবনে তারা এতটাই ডিজিটাল হয়েছেন যে,যারা মেয়েদের দিকে চোখ তুলে তাকাতো না সেই তারা তাদের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে অনেকের চক্ষু শীতল করেন।

এই মানসিক অধঃপতনের দুটি কারণ হতে পারে। হয় তারা তাদের নফসের কাছে পরাজিত,না হয় তারা তাদের বিবির কাছে পরাজিত। আমার কাছে শেষেরটাই যুক্তিযুক্ত মনে হয়।

বিষয়: বিবিধ

১৬০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372697
২১ জুন ২০১৬ সকাল ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : আমার কাছেও শেষেরটা প্লাস শয়তানটা।
372698
২১ জুন ২০১৬ সকাল ০৯:১৭
হতভাগা লিখেছেন : ছেলেটি চায় যে তার অন্য বন্ধুরা তার বউয়ের ছবি দেখে হিংসায় মরুক ।
আর বউটি চায় যে তার আসলে র‍্যাংক কেমন হতে পারতো ।
২১ জুন ২০১৬ দুপুর ০১:০১
309458
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
372709
২১ জুন ২০১৬ দুপুর ০১:০২
দ্য স্লেভ লিখেছেন : কি যে বলি........
372719
২১ জুন ২০১৬ দুপুর ০১:৪২
কুয়েত থেকে লিখেছেন : ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন। কিন্তু তারা ব্যক্তিগত জীবনে ডিজিটাল জীবন যাপনে সাচ্ছন্দ বোধ করেন। তাইতো তারা অবলীলায় তাদের বউয়ের বেপর্দা ছবি ফেসবুকে শেয়ার করে থাকেন। ধন্যবাদ
372739
২১ জুন ২০১৬ দুপুর ০৩:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছবি মেয়েরাও দেয়!!!
372757
২১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৩৩
ক্রুসেড বিজেতা লিখেছেন : কাজটা মেয়ে'রাও করে থাকে,,, অনেক ক্ষেত্রে হাজবেন্ড মশাইয়ের আইডি সাহেবা'রা ব্যবহার করেন। আসলে কিঞ্চিত হলেও দোষটা কারও না কারও আছে,, তবে সময়ের বলাটা শ্রেয়। অধিকাংশজনেরা গা ভাসিয়েই তৃপ্তির ঢেঁকুর মাড়াতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
373190
২৬ জুন ২০১৬ বিকাল ০৪:৪৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এধরনের কাজ পরিহার করা উচিত..সুন্দর পোস্টটির জন্য মোবারকবাদ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File