দাঁড়ান! প্লিজ দম নিন! চোখ বন্ধ করে একটু ভাবুন

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২১ জুন, ২০১৬, ০৮:২৩:২২ সকাল

আপনি যদি ১০০% দলকানা না হয়ে থাকেন তবে নিশ্চয় পুলিশে ভারতীয়দের দলে দলে ভর্তি হবার বিষয়টা জানেন। প্রশাষণের সকল স্তরে, শিক্ষা সেক্টরের রন্ধ্রে-রন্ধ্রে, গারমেন্টস সেক্টরে এক কথায় দেশের সর্বত্র বাংলাদেশী হিন্দুরা এবং ভারতীয় হিন্দুরা জেঁকে বসেছে। মনে রাখা দরকার এটা একটা বৃহৎ পরিকল্পনার অংশ।

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ভারত সরকারের জব-পোর্টালে দেখা যায়। যাতে বেতন উল্লেখ করা হয়েছে রুপিতে এবং এস এম এস এর মাধ্যমে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়।

দাঁড়ান! প্লিজ দম নিন! চোখ বন্ধ করে একটু ভাবুন! আমাদের সামরিক বাহিনীতে ভারতীয় সৈনিক নিয়োগের জন্য প্রকাশ্যে বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে। কোন রাখ-ঢাকের প্রয়োজন নেই। বাংলাদেশ সরকারের কোন উচ্চ-বাচ্য় নেই । এমন কি বাংলাদেশের আশা-ভরসার শেষ আশ্রয় সেনা-বাহিনীর ও এ ব্যাপারে কোন টু-শব্দ নেই।

এ গুলু তো দৃশ্যমান গুলুর কয়েকটি মাধ্যমে। আমার আপনার চোখের আড়ালে কি হচ্ছে ভাবতে পারছেন?

বাংলাদেশ খুবই ভয়ংকর এবং দীর্ঘ রাহুর কবলে পড়েছে এটা প্রায় নিশ্চিত। সেদিন আর বেশী দূরে নয়, যেদিন সমগ্র বাংলাদেশ হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র! এটা অবশ্যাম্ভাবি, কারণ ভারত চায় বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটুক যাতে ভারতীয় বাহিনী বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেয়ার নামে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে। অন্যদিকে হতাশা-নিমজ্জিত যুবকদের কাছে টানতে আল-কায়েদার বা আই এস আই এর খুব কষ্ট হবার কথা নয়। যেখানে দুপক্ষেরই কমন ইন্টারেষ্ট রয়েছে সেখানে এমন উর্বর গ্রাউন্ড খালি পড়ে থাকবেনা।

বিষয়: বিবিধ

১৬০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372699
২১ জুন ২০১৬ সকাল ০৯:২৮
হতভাগা লিখেছেন : বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ কি বাংলাদেশী ?

প্রিমিয়ার ক্রিকেট লীগে কি ভারতীয় ইউসুফ পাঠান / দিনেশ কার্তিক বা শ্রী লংকান উপুল থারাঙ্গা এরা খেলছেন না ?

আইসিসির বেশ কয়েকটি সদস্য দেশের তো বেশীর ভাগ খেলোয়ারই অন্যদেশের । এরা আবার বাংলাদেশ ক্রিকেট টিমকেও হারায় প্রায়শই ।

বাংলাদেশ ফুটবল লীগে আবাহনীর ১৬ টা গোলের ১৫ টাই বিদেশীদের করা।

আর ইউরোপিয়ান লীগের ক্লাবগুলোর কথা তো বলাই বাহুল্য।
এটা একটা মিথ হয়ে গেছে যে বিদেশীরা এলে দল বেটার পারফর্ম করে ।

প্রফেশনালিজমের যুগে একটা ইনস্টিটিউট বাইরের কাউকে রিক্রুট করতেই পারে । সবই নিজ দেশ থেকেই রিক্রুট হবে - এটা প্রফেশনালিজমের কোন সংজ্ঞাতেই পড়ে না।

বাংলাদেশ পুলিশ বাহিনী ও সেনাবাহিনীর পারফরমেন্স আরও উন্নত করতে তাই বাইরে থেকেই লোক আনতে হচ্ছে । আর বিজিবিকে বাইরের বাহিনীও প্রশিক্ষণ দিয়েছে ।

সমস্যা কোথায় ?
২১ জুন ২০১৬ দুপুর ০১:০৫
309460
দ্য স্লেভ লিখেছেন : কোনো সমস্যা নেই, দেশটা ওদের
২২ জুন ২০১৬ রাত ০১:৫১
309528
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : উত্তরটা স্লেভই দিয়েছেন। আমার হয়তো পোষ্ট টা দেয়ায় ঠিক হয়নি। আপনার সাথে তর্ক করে গতরের শক্তি খরচ করার ইচ্চা আমার নাই। বিশেষত: এমন মন্তব্যের পর আর কিই বা বলার থাকতে পারে।
২২ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:২৯
309579
হতভাগা লিখেছেন : @ দ্য স্লেভ : আপনাদের মত জিনিয়াসরা অন্য দেশের সেবা করতে চলে গেলে ওরা তো দেশটাকে নিয়ে নেবে ?

@ KNO3 : উপরের ইনফরমেশনের এগেইনস্টে আপনাকে গায়ে গতরে ফাইট না করে ফ্যাক্টসগুলো ফাইন্ড করতে হবে - আসলেই কি ঠিক বলেছি কি না ?
372710
২১ জুন ২০১৬ দুপুর ০১:০৯
দ্য স্লেভ লিখেছেন : বর্তমানে যারা ক্ষমতায় আছে,তারা ভারতের আজ্ঞাবহ না হলে একদিনও টিকবে না সেটা এরা যেমন জানে,ভারতও এটা বলে শাসা এবং সুবধা নেয়। ভারত শুধু অঅমলিগের বন্ধু নয়,আমলীগের শত্রুদেরও কখনও বন্ধু। তারা আমলীগকে এমনভাবে চেপে ধরেছে যে,নেতারা মনে করে কথা না শুনলে শেষ হতে হবে। অতএব বেচে থাকতে ও সুবিধা নিতে দেশ বিক্রী বড় কিছু নয়। তবে শেষ রক্ষা হবেনা। বিরাট যুদ্ধ লাগবে। গাজায়ে হিন্দ সম্পর্কিত হাদীস শিঘ্রই বাস্তবায়নের পথে। ওরাই ক্ষেত্র তৈরী করছে। সে এমন এক নিষ্ঠুর যুদ্ধ হবে যে এক পক্ষ অন্য পক্ষকে কচুকাটা করেও তৃপ্ত হবেনা। ঘৃনার উপর ঘৃনা তৈরী হচ্ছে
২২ জুন ২০১৬ রাত ০১:৫৩
309529
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : আমার ও মনে হচ্ছে গজওয়ায়ে হিন্দ এর ক্ষেত্র তৈরি হচ্ছে।
372721
২১ জুন ২০১৬ দুপুর ০১:৪৭
কুয়েত থেকে লিখেছেন : এক কথায় দেশের সর্বত্র বাংলাদেশী হিন্দুরা এবং ভারতীয় হিন্দুরা জেঁকে বসেছে। মনে রাখা দরকার এটা একটা বৃহৎ পরিকল্পনার অংশ। ভালো লাগলো ধন্যবাদ
২২ জুন ২০১৬ রাত ০১:৫৬
309532
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ধন্যবাদ
372740
২১ জুন ২০১৬ দুপুর ০৩:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতের আর কোন প্রদেশের কিন্তু নিজস্ব আধাসামরিক বাহিনি ও নাই!!!
২২ জুন ২০১৬ রাত ০১:৫৫
309531
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : বাংলাদেশ প্রদেশ হবেনা। হবে রক্ষিতা।
372758
২১ জুন ২০১৬ সন্ধ্যা ০৬:৪১
ক্রুসেড বিজেতা লিখেছেন : পুলিশের ব্যাপার টি জানতাম,,, মিলিটারি ফোর্সের নিউজটি যদি সত্যিই হয়- তবে, সবাইকে নতুন করে ভাবতে হবে । পোস্টের স্বাস্থ্য পক্ষে প্রয়োজনীয় লিংক যোগ করলে ভালো হত ।।
২২ জুন ২০১৬ রাত ০১:৫৫
309530
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : দেখি খুঁজে স্ক্রীণ-শট টা দিতে পারি কিনা। ব্যপারটা এতটাই ভাইরাল হয়েছে যে আমার মনে হয়েছে সবাই বিষয়টা জানে। ব্যাপক সমলোচনার পর ভারত ওটা পোর্টাল থেকে সরিয়ে নিয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File