দাঁড়ান! প্লিজ দম নিন! চোখ বন্ধ করে একটু ভাবুন
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ২১ জুন, ২০১৬, ০৮:২৩:২২ সকাল
আপনি যদি ১০০% দলকানা না হয়ে থাকেন তবে নিশ্চয় পুলিশে ভারতীয়দের দলে দলে ভর্তি হবার বিষয়টা জানেন। প্রশাষণের সকল স্তরে, শিক্ষা সেক্টরের রন্ধ্রে-রন্ধ্রে, গারমেন্টস সেক্টরে এক কথায় দেশের সর্বত্র বাংলাদেশী হিন্দুরা এবং ভারতীয় হিন্দুরা জেঁকে বসেছে। মনে রাখা দরকার এটা একটা বৃহৎ পরিকল্পনার অংশ।
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ভারত সরকারের জব-পোর্টালে দেখা যায়। যাতে বেতন উল্লেখ করা হয়েছে রুপিতে এবং এস এম এস এর মাধ্যমে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়।
দাঁড়ান! প্লিজ দম নিন! চোখ বন্ধ করে একটু ভাবুন! আমাদের সামরিক বাহিনীতে ভারতীয় সৈনিক নিয়োগের জন্য প্রকাশ্যে বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে। কোন রাখ-ঢাকের প্রয়োজন নেই। বাংলাদেশ সরকারের কোন উচ্চ-বাচ্য় নেই । এমন কি বাংলাদেশের আশা-ভরসার শেষ আশ্রয় সেনা-বাহিনীর ও এ ব্যাপারে কোন টু-শব্দ নেই।
এ গুলু তো দৃশ্যমান গুলুর কয়েকটি মাধ্যমে। আমার আপনার চোখের আড়ালে কি হচ্ছে ভাবতে পারছেন?
বাংলাদেশ খুবই ভয়ংকর এবং দীর্ঘ রাহুর কবলে পড়েছে এটা প্রায় নিশ্চিত। সেদিন আর বেশী দূরে নয়, যেদিন সমগ্র বাংলাদেশ হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র! এটা অবশ্যাম্ভাবি, কারণ ভারত চায় বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার ঘটুক যাতে ভারতীয় বাহিনী বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেয়ার নামে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে। অন্যদিকে হতাশা-নিমজ্জিত যুবকদের কাছে টানতে আল-কায়েদার বা আই এস আই এর খুব কষ্ট হবার কথা নয়। যেখানে দুপক্ষেরই কমন ইন্টারেষ্ট রয়েছে সেখানে এমন উর্বর গ্রাউন্ড খালি পড়ে থাকবেনা।
বিষয়: বিবিধ
১৬০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রিমিয়ার ক্রিকেট লীগে কি ভারতীয় ইউসুফ পাঠান / দিনেশ কার্তিক বা শ্রী লংকান উপুল থারাঙ্গা এরা খেলছেন না ?
আইসিসির বেশ কয়েকটি সদস্য দেশের তো বেশীর ভাগ খেলোয়ারই অন্যদেশের । এরা আবার বাংলাদেশ ক্রিকেট টিমকেও হারায় প্রায়শই ।
বাংলাদেশ ফুটবল লীগে আবাহনীর ১৬ টা গোলের ১৫ টাই বিদেশীদের করা।
আর ইউরোপিয়ান লীগের ক্লাবগুলোর কথা তো বলাই বাহুল্য।
এটা একটা মিথ হয়ে গেছে যে বিদেশীরা এলে দল বেটার পারফর্ম করে ।
প্রফেশনালিজমের যুগে একটা ইনস্টিটিউট বাইরের কাউকে রিক্রুট করতেই পারে । সবই নিজ দেশ থেকেই রিক্রুট হবে - এটা প্রফেশনালিজমের কোন সংজ্ঞাতেই পড়ে না।
বাংলাদেশ পুলিশ বাহিনী ও সেনাবাহিনীর পারফরমেন্স আরও উন্নত করতে তাই বাইরে থেকেই লোক আনতে হচ্ছে । আর বিজিবিকে বাইরের বাহিনীও প্রশিক্ষণ দিয়েছে ।
সমস্যা কোথায় ?
@ KNO3 : উপরের ইনফরমেশনের এগেইনস্টে আপনাকে গায়ে গতরে ফাইট না করে ফ্যাক্টসগুলো ফাইন্ড করতে হবে - আসলেই কি ঠিক বলেছি কি না ?
মন্তব্য করতে লগইন করুন