স্বাধীনতা দিবস উদযাপন ব্লগীয় আয়োজন ; কর্তৃপক্ষের প্রতি নিন্দা প্রস্তাব
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ মার্চ, ২০১৬, ০৯:৪৮:২৫ রাত
গতকাল বাংলাদেশ সময় সন্ধা ৭ টায় টুডে ব্লগে ব্লগার গাজী সালাউদ্দিনের বাড়িতে হয়ে গেল এক ব্যতিক্রমী আয়োজন।
টুডে ব্লগে’র আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন (এক পোস্টেই সকল পোস্ট) শিরোনামে স্বাধীনতা দিবস উদযাপন। প্রথমেই বলে রাখি, এই আয়োজন ব্লগ কর্তৃপক্ষের ছিলোনা। ছিলো কিছু কি-বোর্ড সৈনিকের। যারা প্রতিনিয়ত টুডে ব্লগের কল্যানে, ব্লগটাকে সচল রাখতে কাঁচা পাকা হাত দিয়ে কি-বোর্ডে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ না থাকা,নেট না থাকা, মোবাইলে চার্জ না থাকা, কিংবা ব্যাক্তিগত গুরুত্বপুর্ণ কাজ থাকা, সবকিছুর বিড়ম্বনা সহ্য করেও অনেকেই এই আয়োজনে শরিক হয়েছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাদেরকে উত্তম যাযা দান করুন এই দোয়া ছাড়া আমাদের আর দেয়ার কিছু নেই।
গাজী সালাউদ্দিনের সাবলিল উপস্হাপনায় আয়োজিত এই মনোরম প্রোগ্রামের সভাপতির দায়িত্ব পালন করেন জনাব ব্লগার শেখের পোলা। পবিত্র কুরআন থেকে সরল অনুবাদ নিয়ে আসেন ব্লগার মাহবুবা সুলতানা লায়লা। তাছাড়া প্রবন্ধ, কবিতা/ছড়া,কৌতুক ইত্যাদি নিয়ে হাজির হন সর্বব্লগার
প্রবাসী আব্দুল্লাহ শাহীন
আবু জান্নাত
তটরেখা
এলিট
ইশতিয়াক আহমেদ
আবু তাহের মিয়াজী
নূর আয়শা আব্দুর রহিম
মাহবুবা সুলতানা লায়লা
রঙ্গিন স্বপ্ন
মামুন
বাকপ্রবাস
অভিমানী বালক
শেখের পোলা
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সী
আফরা
প্যারিস থেকে আমি
তাছাড়া হাজির ছিলেন
কুয়েত থেকে
দুষ্টু পোলা
আবু সাইফ
তোমার হৃদয় জুড়ে আমি
তারেক বিন জিয়াদ
সন্ধাতারা
মোঃ ওহিদুল ইসলাম
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম
দ্য স্লেভ
ছালসাবিল
চেতনাবিলাস।
সকলেই হাজির থেকে আয়োজনকে সুন্দর স্বার্থক ও পরাণবন্ত করেছেন।তাই সবাইকে আবারো মোবারকবাদ।
নিন্দা প্রস্তাব
আমরা আশ্চর্য হয়েছি মহান স্বাধীনতা দিবসে ব্লগ কর্তৃপক্ষের কোন আয়োজন না দেখে। আরো আশ্চর্য হয়েছি এই বিষয়ে লিখা কোন পোস্ট স্টিকি না দেখে। আমরা আরো আশ্চর্য হয়েছি কিছু ব্লগার তাদের শত ব্যস্হতার মাঝে একটি আয়োজন করে ব্লগে পোস্ট দিয়ে ঘন্টার পর ঘন্টা আয়োজনকে সরব করে রাখলো, সম্ভবত ব্লগের সর্ববৃহত পোস্ট,যেখানে একসাথে অনেকের লেখা স্হান পেয়েছে, সেই ভালবাসার পোস্টখানা
কর্তৃপক্ষ নির্বাচিত পোস্টে দেয়ার মত সৌজন্যতা দেখালেন না। আমি তারজন্য কর্তৃপক্ষকের প্রতি নিন্দা প্রসতাব রাখছি। যারা একমত আছেন তারা মন্তব্যে নিন্দা জানিয়ে যাওয়ার আহবান করছি।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগাররাই যে ব্লগের প্রাণ, অথচ সব কজন এক্টিভ ব্লগারের অনুরোধের পরও কর্তৃপক্ষের টনক নড়েনি।
ওনারা হয়তো আরো উচ্চ মাপের, উচ্চ শ্রেণীর লোক, তাই আমাদের মত সাধারণের আহবানে/অনুরোধে ওনাদের কিই বা আসে যায়!
নিন্দা প্রস্তাবের সাথে একমত হয়ে অন্তত কিছু মনের ঝাল মিটাই। ধন্যবাদ
ধন্যবাদ।
ভাইয়া আসলে আপনি পোষ্টা দিয়েছেন ঠিক আছে তবে কোন কাজ করলে আমাদের কিছু ভুল হয় , তো আমাদের কার চোখে কি ভুল ধরা পড়ল সেগুলো নিয়ে একটু বল্লে ভাল হত যাতে সামনে আবার যখন আমার এরকম কোন আয়োজন করব তখনেই ভুল গুলো যেন না হয় ।
ধন্যবাদ ভাইয়া ।
সেইসাথে ব্লগ কর্তৃপক্ষকে ঘৃণার পরিবর্তে শ্রদ্ধা ও সাধুবাদ জানাই এজন্য যে বিভিন্ন হয়রানীমূলক নিষ্পেষণ সহ্য করে, বৃহৎ অঙ্কের অর্থের মাশুল দিয়ে এখন পর্যন্ত ব্লগটিকে টিকিয়ে রাখার জন্য।
মহান রাব্বুল আলামীন আমাদের সকলের সুন্দর ও মহতী বাসনা, সদিচ্ছা এবং সুকর্মগুলোকে কবুল করুণ। আমীন।
আসলে উনারা চরম খামখেয়ালিপনার পরিচয় দিচ্ছেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আল্লাহ সত্যি আমাদের সুমতি দান করুন। বিশেষ করে বিডিটুডের মডুদের।
ধন্যবাদ।
আমিন
ধন্যবাদ।
আমার কিছু বলার ছিলনা
হয়ত কয়েকদিন পর দেখবেন যে অপি টাইপ কয়েকটাকে নামিয়ে দিয়েছে । তাদেরকেই হয়ত প্রশিক্ষন দেওয়ায় ব্যস্ত আছে ।
হয়ত কয়েকদিন পর দেখবেন যে অপি টাইপ কয়েকটাকে নামিয়ে দিয়েছে । তাদেরকেই হয়ত প্রশিক্ষন দেওয়ায় ব্যস্ত আছে ।
২) গাজী সালাউদ্দিন ভাইকে এই অনন্য, ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য হৃদয়ের অন্ত:পুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
৩) প্যারিস থেকে আমি-ভাইয়ের জন্যও রইলো অনেক প্রীতি ও শুভেচ্ছা।
ধন্যবাদ।
নিন্দে জানিয়ে গেলুম।
উনারা ঘুমিয়ে আছেন,জাগানোর চেষ্টা মাত্র।
মন্তব্য করতে লগইন করুন