রাষ্ট্রধর্ম এবং জাতিয় পাখি

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ২৮ মার্চ, ২০১৬, ১০:০৯:১৫ রাত

এরশাদ চাচা ইসলামকে রাষ্ট্রধর্ম করার আগে দেশে ইসলাম যেমন ছিল, রাষ্ট্রধর্ম করার পরে তেমনই আছে।

ইসলামকে রাষ্ট্রধর্ম করার আগে দেশে অন্য ধর্মের অবস্থা যেমন ছিল, ইসলামকে রাষ্ট্রধর্ম করার পরের তেমনই আছে।

আমাদের সংবিধানে ইসলামের মর্যাদা অনেকটা জাতিয় পাখির মত। সংবিধান মতে আমাদের দেশের জাতিয় পাখি দোয়েল। কিন্তু দোয়েল নিজেও জানে না যে সে এই দেশের জাতিয় পাখি বা এজন্য সে কোন সুবিধাও পায় না। কিংবা অন্য পাখিরা কোন অসুবিধায়ও পরে নাই।

ইসলামও, রাষ্ট্রধর্ম এজন্য সে নিজেও কোন সুবিধাও পায় না। বা অন্য ধর্ম কোন সমস্যায়ও পরে নাই।

পুরোটাই রাজনিতি। চাচা এরশাদ এক রাজনিতি করে এটাকে সংবিধানে ঢুকিয়েছিলো। এখন আর এক রাজনিতি করে এটাকে সংবিধান থেকে বের করার চেষ্টা করেছে একপাল সুশিল। অন্য একদল আরেক রাজনৈতিক চাল দিয়ে দিলো হরতাল।

অর্থাৎ, আমাদের মনের সবচেয়ে নির্মল, নিখাদ অনুভূতি "ধর্ম" নিয়ে অত্যান্ত নোংরা ভাবে খেলা হচ্ছে। একদিন এর বিচার হবে। সরকারই করবে.........

[ এটা আমাদের গনতান্ত্রিক দেশ। ৫২ থেকে ৭১, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এই গনতান্ত্রের জন্য। বেশির ভাগ মানুষ যেটা চায়, সেটাই হবে। ]

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363928
২৮ মার্চ ২০১৬ রাত ১১:১২
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ। কিন্তু, বিচারাধীন কোনো বিষয় নিয়ে মাঠ/ হাওয়া গরমের চেষ্টা করা সৎ মুসলমানের কাজ নয়। বিষয়টি গণতান্ত্রীক নৈতিকতার দৃষ্টিতে বিচার্য।

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ, সুতরাং এই দেশে ইসলাম ধর্ম করবে প্রসার লাভ করবে আর ইসলাম ধর্ম প্রাধান্য পাবে, এটা হবে গণতান্ত্রিক সাম্যতা। আর দেশের অমুসলমানরা শান্তিতে বাস করবে এটা হবে ইসলামী সাম্যতা। এই সাম্যতা ভেংগে গেলে অশুভ-অশান্তি ছাড়া আর কিছুই জয়ী হবে না।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
363933
২৮ মার্চ ২০১৬ রাত ১১:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই খেলার শেষ কোথায়? কবে আমরা একটা পরিশীলিত জাতি পাবো?
363949
২৯ মার্চ ২০১৬ রাত ০৪:১৭
শেখের পোলা লিখেছেন : এ এক ফায়দা হাসিলের হাতিয়ার৷ আল্লাহ জানে কি হবে৷ তাই হবে যা আল্লাহ চাইবে৷
363953
২৯ মার্চ ২০১৬ রাত ০৪:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন : এটা আমাদের গনতান্ত্রিক দেশ। ৫২ থেকে ৭১, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে এই গনতান্ত্রের জন্য। বেশির ভাগ মানুষ যেটা চায়, সেটাই হবে। সত্যি কি তাই হচ্ছে?
২৯ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৫
301913
চিলেকোঠার সেপাই লিখেছেন : হওয়া উচিত
363960
২৯ মার্চ ২০১৬ সকাল ০৯:২০
হতভাগা লিখেছেন : সরকার এটা করতেও পারতো না । এখন বহাল রেখে বগল দাবাবে ।
২৯ মার্চ ২০১৬ দুপুর ০১:৩৫
301912
চিলেকোঠার সেপাই লিখেছেন : এই সরকার না করলে পরের সরকার করবে, পরের সরকার না করেলে তার পরের সরকার। না হালে তার পরের। কেউ যদি না করে, তাহলে ইমাম মাহদি যখন আসবে তখন বিচার হবে..।।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File