মানবতার কান্না

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৭:৫৭ বিকাল



আমি কাঁদতে চাই

আমাকে এক নদী জল দাও

আমার আঁখিযুগল মরুভুমির ধু ধু প্রান্তর হয়েছে সেই কবে।

দুর অতীতের কোন কালে,হয়তোবা হাবিলের লাল খুন

যা দেখে আমার অন্তরাত্তা কেঁপে উঠেছিলো

কান্নার মিছিল শুরু সেই থেকে ।

-

শতাব্দির পর শতাব্দি

যুগ-যুগান্তরে, প্রতি জনপদে যখনি ভুলুন্টিত হয়েছি

আমি কেঁদেছি।

-

আমি, আগুনে পুড়ে লাশের কয়লা দেখে কাঁদি

আমি, বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত নারী-পুরুষের মুখচ্ছবি

কিংবা অবুঝ শিশুর রক্তমাখা শার্ট

মুখ থুবড়ে পড়ে থাকা সাগর পাড়ের আইলান কুর্দি

নিরীহ জনের সলীল সমাধী দেখে কাঁদি।

-

আমি কাঁদতে চাই

ঝরঝর করে কাঁদতে চাই

হাউমাউ করে কাঁদতে চাই

বুক চাপড়ে কাঁদতে চাই।

-

আমাকে এক সাগর জল দাও

আমি কেঁদে কেঁদে ভাসিয়ে দিতে চাই

অন্যায় -জুলুম, হিংসা , জিঘাংসা।

বিবেকের দোয়ারে প্রচন্ড ধাক্কা দিতে চাই

আমার কান্নার প্লাবনে।

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339569
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪৫
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৬
281163
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া জনাব।
339570
০৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বড় অভিমানের কষ্টের নীল সমুদ্রে ডুব দিয়ে চলে গেলো সিরিয়ার এই আরবি শিশু...বলে গেলো মিষ্টার ওবামা মিষ্টার বানকিমুন ও ধনাঢ্য ইউরোপ তোমাদের লাগানো আগুনের তাপে নিজ গৃহে সহায় সম্পদ ত্যায়াগ করে তোমাদেরই দ্বারে আশ্রয় চেয়েছিলাম দাওনি...দেখি আমাদের সুখ শান্তি কেড়ে তোমরা কতকাল সুখে থাকতে পারো...কত শতাব্দি বেচে থাকতে পারো... Praying অনেক ধন্যবাদ ভাই।
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৬
281165
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক অনেক শোকরিয়া ।
339577
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
শেখের পোলা লিখেছেন : কান্না শোনার মানুষ নেই৷৷অরণ্যে রোদন না করে আসুন জীবন দাতার কাছেই জীবনের চাহিদা জানাতে শিখি৷ ধন্যবাদ৷
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৭
281166
প্যারিস থেকে আমি লিখেছেন : হা তার কাছেই সকল ফরিয়াদ জানাতে হবে।
339580
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
নাবিক লিখেছেন : এভাবে আর কতো
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৯
281167
প্যারিস থেকে আমি লিখেছেন : যতদিন মুসলমানেরা মাথা নীচু করে চলবে।
339582
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৯
281168
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
339589
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
হতভাগা লিখেছেন : পশ্চিমাদের তৈরি করা এইসব মানবিক বিপর্যয় এখন পশ্চিমাদের দিকেই ধেয়ে আসছে

যুদ্ধ লাগিয়ে মানবতার ধ্বজাধারী সাজাদের জন্য এটা একটা বিরাট চ্যালেন্জ
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪০
281169
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া ।
339598
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪০
281170
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
339599
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

খুবই দুঃখজনক ! আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিন।
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪১
281171
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া ......সালাম।
আমীন।
339611
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৫
অপি বাইদান লিখেছেন : এত কিছুর পরও দাঙ্গাবাজ মুমিনরা মানুষ হবে না। পাছে, আবডালে ইহুদী-নাসারার দোষ খুঁজবেই।
১০
339644
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:২৪
কাহাফ লিখেছেন : মুসলিম নামধারী ব্যক্তিবর্গের সামগ্রিক স্বার্থপরতাও এমন নির্মমতার জন্যে কম দায়ী নয়!
আল্লাহ মালিক,রহম কর তুমি........!!!
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪১
281172
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ সকল মুসলমানদের সঠিক বুঝ দান করুন।
১১
339693
০৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১২
আবু তাহের মিয়াজী লিখেছেন : যতবার ছবিটা দেখেছি
ততবার কেঁদেছি।
ধন্যবাদনিন সুন্দর কাব্যিক গাঁথনি মাখা কবিতা লিখার জন্য।
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪২
281173
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনিও কিন্তু সুন্দর লিখেন।
১২
339824
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪২
281174
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরান।
১৩
347952
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার হৃদয়ানুভুতিকে অতি সুন্দরভাবে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে..
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩৬
288888
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File