আমার মা-মাটি, প্রিয় স্বাধীন জন্ম ভূমি আজ আওয়ামী ধর্ষকদের হাতে ধর্ষিত !!!
লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৬:০০ বিকাল
যে দেশ একাত্তরে পাকিস্তানের হাতে ধর্ষিত হয়েছিল সেই দেশ আজ কাদের হাতে ধর্ষিত হচ্ছে?
:
যে জাতি মাটিকে মা বলে আগলে ধরে বুকের রক্ত দিয়ে মায়ের সম্মান রাখে সেই জাতি আজ মায়ের ছেড়া আচলে আহার সেরে সেই মাটিকে ধর্ষক করে রক্তের আলতা পরাচ্ছে !!
:
যে জাতি স্বাধীনতা নামক শব্দটি কে একটু স্পর্শ করার জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দেয় সেই জাতি আজ স্বাধীনতার প্রোপার্টি নামক বিশ্বের বৃহত্তম ব্যাবসায়ী প্রতিষ্টান খোলে বসে আছে বড়ই দুঃখজন !!
:
ইতিহাস ঘষেমেজে, ইতিহাস ধুয়ে মুছে,ইতিহাসের পাতায় পাতায় জোড়াতালি লাগিয়ে জীবিকা নির্বাহের হিরিক লাগানো জাতি বিশ্বের বুকে একটি যদি থেকে থাকে তবে সেই জাতিটাই হলো
আমার সোনার বাংলার বাঙ্গালী জাতি, সেটা আমাদের দুর্ভাগা জাতি !!
:
যেই দেশ ৭১ রে পাকিদের হাতে ধর্ষিত হয়েছে সেই দেশ আজ আওয়ামী ধর্ষকদের হাতে ধর্ষিত হচ্ছে!!
:
যেই দেশ ত্রিশ লক্ষ শহীদদের
হত্যাকারীদের বিচার করতে পারেনি, পেরেছে শুধু নিরাপরাধ, জাতির শ্রেষ্ট সন্তানদের জেলে বন্ধী করে রাখতে, তাহলে সেই দেশে এতো গুম, খুনের নেতৃত্ব দেয় কারা???
:
যে দেশে ধর্ষিতার বিচার চাইতে গিয়ে ধর্ষিত হতে হয়,,
:
যে দেশে খুনের মামলা করতে গিয়ে খুন হতে হয়,,
:
ন্যায় বিচার চাইতে গিয়ে লাঞ্চিত
অপমানিত হতে হয়,,
:
সেই দেশ নিয়ে গর্ব করার অনক কিছুই থাকতে পারে তবে তা সংবাদ পত্রের অথবা ফেইজবুক, ব্লগের পাতার শিরোনাম হওয়ার যোগ্যতা রাখেনা !!
:
সেই দেশের দেশপ্রেমিক হয়ে কোন গর্ব নেই বরং আওয়ামীলিগের মতো দেশদ্রোহী হওয়াটাই গর্বের!!
:
কেন যে চাচা এতো কষ্টে করে যুদ্ধ
করে দেশটা স্বানীন করছিলা
:
হে আল্লাহ্ আমাদেরকে তুমি স্বাধীন ভাবে জীবন-যাপন করার তৌফিক দান করো!!
:
আমীন!!
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন