গল্প : যুবক পুরুষ (পর্ব চার)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৯:১৯ রাত



আমার মনে একটা কু-বাসনা জেগে উঠলো। দেখতে চাইলাম, মানুষের বিপদের সময় সে কি করে। সে কি মানুষের সাহায্যে এগিয়ে আসে নাকি তার ধর্ম শুধু মহিলা হওয়ার কারনে সেখানে বাঁধার সৃষ্টি করে।

সে যেদিকে হাটছে আমিও সেদিকে তার পিছু পিছু হাটতে লাগলাম। এক সময় তার থেকে একটু দুরে যতটুকু গলার আওয়াজ শুনা যায় ততটুকু দুরত্বের ভেতরে আমি পানিতে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে হাত পা ঝাপড়াতে লাগলাম। ভেবেছিলাম, সে সিনেমার নায়কের মত উড়ে এসে আমাকে পানি থেকে উদ্ধার করবে। কিন্তু না, সে আমাকে পানি থেকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। সে তার মত দাড়িয়ে থেকে আমার এই সিনেমা যেন উপভোগ করছে। দেখলাম, দু'জন সাদা চামড়ার লোক আমাকে উদ্ধারে এগিয়ে আসছে।

ফিরতি পথে বাসে বসে বসে ভাবছি, মানুষটা কেমন ? এ কেমন তার ধর্ম ? একজন মানুষ পানিতে ডুবে মরে যাচ্ছে অথচ মহিলা হওয়ার কারনে সে এগিয়ে আসেনি। এখানেও তার ধর্ম তাকে বাঁধার সৃষ্টি করেছে । তাহলে ইসলাম কি মানুষের প্রয়োজনে কাছে আসে না ? মহিলাদের কি কোন মুল্য নেই ইসলাম ধর্মে ? নাকি সে একটা সেকেলে মানুষ ? তা ও হবে কেন ? তাকে তো অনেক স্মার্টই দেখি। এগুলো চিন্তা ভাবনার মধ্যে আমি বাস চড়ছি, আর বাস তার গন্তব্যে একশত চল্লিশ কিলোমিটার বেগে ছুটে চলছে। কিছুদুর আসার পর হঠাৎ করে আমাদের বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটি রাস্তার বাইরে ছিটকে পড়ে। আমরা সকলেই আহত হই। অপেক্ষাকৃত কম আহতরা অন্য বেশি আহতদের সাহায্য করছে। কম আহতদের মধ্যে আমি আর ঐ যুবকটিও আছি। আমার মাথা ঝিম ঝিম করছে। আমি মাথায় হাত দিয়ে রাস্তার পাশে বসে আছি। দেখি, যুবকটি বাসের ভেতরে আটকে পড়াদের সাহায্য করছে। অনেকের হাত ধরে টেনে টেনে বের করছে,যার বেশির ভাগই যুবতি নারী। অবস্তা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেলো। এম্বুল্যান্স এসে আমাদের সবাইকে হাসপাতাল নিয়ে গেলো।

বাসায় ফিরে ভাবতে লাগলাম, সে আমাকে সাগরের পানি থেকে উদ্ধার করতে কেন এগিয়ে আসলোনা। অথচ বাসের এক্সিডেন্টে সে ঠিকই মেয়েদের হাত ধরে সাহায্য করেছে। তাহলে সে কি আমার সিনেমা আগেই বুঝতে পেরেছে। নাকি আমাকে তার পছন্দ না। আমি কি দেখতে আসলেই সুন্দরী নয়, যা আমি এতদিন থেকে মনে করে আসছি। তা কেন হবে ? সে যাদেরকে বাস থেকে উদ্ধার করলো তারা কেওতো আমার চেয়ে সুন্দরী নয়। তাকে জিজ্ঞেস করতে হবে।

তিনদিন পর আমাদের প্রতিষ্ঠান খুলে। অনেকেই কাজে আসতে পারেনি। আমরা কম আহতরা ইতিমধ্যে সুস্হ্য হয়ে গিয়েছি বিধায় কাজে যোগ দেই। প্রথম সাক্ষাতেই সে হ্যালো বলে জানতে চায় আমি সুস্হ্য হয়েছি কি না । তার জিজ্ঞাসার জবাব দিয়ে তাকে সময় চাইলাম । সে কাজের শেষে কথা বলবে বলে জানালো।

কাজ শেষে তার কাছে জানতে চাই......।(চলবে)

বিষয়: সাহিত্য

১২৯৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339253
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫২
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৭
280811
প্যারিস থেকে আমি লিখেছেন : মোবারকবাদ।
339260
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪০
আফরা লিখেছেন : আহারে------বেচারী অভিনয়টাও ঠিকমত করতে পারেনি ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৭
280812
প্যারিস থেকে আমি লিখেছেন : পাক্ষা অভিনেত্রী যে নয়।
339273
০২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩০
আবু জান্নাত লিখেছেন : আফরা লিখেছেন : আহারে------বেচারী অভিনয়টাও ঠিকমত করতে পারেনি ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৮
280813
প্যারিস থেকে আমি লিখেছেন : উনাকে দেয়া জবাব আপনাকেও।
339305
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাহলে কি অভিনয়ে ত্রুটি ছিল ?
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৮
280814
প্যারিস থেকে আমি লিখেছেন : পড়া হয়নি বুঝি !
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৮
280837
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আগামী পর্ব ছাড়া বুঝা আমার পক্ষে অসম্ভব হয় নাই বলেই এই প্রশ্ন
339324
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৪৯
নাবিক লিখেছেন : আহা এইখানে এসেই থামালেন....আবার অপেক্ষা
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৯
280815
প্যারিস থেকে আমি লিখেছেন : একটু অপেক্ষাতো করতে হয়। ধন্যবাদ
339332
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : কাজের শেষেই কথা হোক৷
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৯
280816
প্যারিস থেকে আমি লিখেছেন : এটাই ভালো মুহতারাম।
339344
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৫
হতভাগা লিখেছেন : আমাদের ভাল মানুষটি সী-বীচে বেড়াতে গিয়েছিল সেই গ্রুপের সাথে যাদের মধ্যে যুবতী নারীরাই সংখ্যায় বেশী ছিল !

যারা বেশী আহত ছিল তাদেরকে শুধু হাত ধরেই টেনে বের করে আনা সম্ভব ?
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২০
280817
প্যারিস থেকে আমি লিখেছেন : গল্পতো। চাইলে পাঁজাকোলা করেও গাড়ি থেকে বের করাতে পারি। হা, ওখানে অতটুকু হয়নি। ধন্যবাদ সব সময় সাথে থাকার জন্য।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
280821
হতভাগা লিখেছেন : গল্পই যেহেতু সেহেতু রসালো করে Sci-Fi ভাবেই লিখেন
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৫
280822
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি যে খুব ভালো গল্পকার নই জনাব।
339371
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : নাবিক লিখেছেন : আহা এইখানে এসেই থামালেন....আবার অপেক্ষ......

ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২১
280818
প্যারিস থেকে আমি লিখেছেন : খুশি হলাম আপনি আমার পাতায় এসেছেন।ধন্যবাদ
339385
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! নাবিক লিখেছেন : আহা এইখানে এসেই থামালেন....আবার অপেক্ষ......

ভালো লাগলো অনেক ধন্যবাদ আগামী পর্বের অপেক্ষা........।
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২২
280819
প্যারিস থেকে আমি লিখেছেন : নাবিককে দেয়া উত্তরটি আপনার প্রতিও।
খুব শীঘ্রই পরবর্তী পর্ব।ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৩
280820
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।
১০
348231
০২ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ জনাব। আর কত পর্ব চলবে..?
০৩ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৮
289125
প্যারিস থেকে আমি লিখেছেন : এটা ত অনেক আগেই শেষ করেছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File