ইমাম বুখারির জীবনের একটা ঘটনা। সোনার দিনার চুরির মিথ্যা অপবাদ দিতে গিয়ে চোর নিজেই অপমান হয়েছিল

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২২:৫৬ রাত



ইমাম বুখারির জীবনের একটা ঘটনা।

একদিন তিনি জাহাজে উঠেছেন অনেক লম্বা পথ ।

দীর্ঘ সফরে একজন মানুষের সাথে আলাপ করতে করতে আন্তরিকতা এবং হৃদ্যতা। কথা প্রসঙ্গে ইমাম বুখারি ঐ লোকটির কাছে বলে ফেললেন তার কাছে ১০০০ দিনার আছে।

পরদিনই ঐ লোকটা কুট কৌশল করে জাহাজের মধ্যেই চিতকার দিয়ে কান্না শুরু করলেন এই বলে যে আমার কাছে কাছে ১০০০ সোনার দিনার ছিল এখন সেটা পাওয়া যাচ্ছে না আপনারা আমাকে একটু সহযুগিতা করুন।

আমি সারা জীবন এই সোর দিনার গুলি জমা করেছি এখন হারিয়ে গেছে আমার কি হবে !!

জাহাজ কতৃপক্ষও মহা বিপদে পড়ে গেলো , যদি ওরা সহযুগিতা না করে তবে বিষয়টা একটু খারাপ দেখায় কিন্তু লোকটার হাবভাবে মনে হচ্ছেনা তেমন কিছু ঘটতে পারে তারপরেও দায় ঠেকে সবার মালসামান চেক করা হলো এমনকি ইমাম বোখারীর মালসামানও চেক করা হলো কিন্তু কোন সোনার মোহর পাওয়া গেল না।

কারোর কাছে সোনার দিনার না পাওয়াতে লোকটা জাহাজের সবাই অনেক গালাগালী করেছে এবং বলেছে তুমি মিথ্যা কথা বলার কারনে এতবড় একজন ইমাম তার মালসামানও তল্লাসি করা হয়েছে , ছিছি বলে সবাই লোকটাকে তুচ্ছতাচ্ছিল্ল করতে লাগলো।

ঐ মিথ্যাবাদী লোকটার কাছে তখন দুনিয়াটা অনেক ছোট মনে হচ্ছিল এই ভেবে যে এতবড় একজন ইমাম আমার কাছে মিথ্যা গল্প করার কারনেই তো আমির তার মাল কৌশলে নিতে চেয়েছিলাম তাইতো তার মিথ্যাটা ধরা পড়লো আমার সামনে আর আমার মিথ্যা ধরা পড়লো লোকজনের সামনে ।

লোকটি জাহাজ থেকে নেমেই ইমাম বোখারীকে বললেন আপনি এত বড় একজন মোহাদ্দিস অথচ আপনি আমার কাছে মিথ্যা গল্প করলেন ! আপনার কাছে তো কোন সোনার দিনারই ছিল না !

ইমামা বোখারী বললেন আমি মিথ্যা বলিনাই ।

তুমি যখনই আমাকে চোর সাব্বাস্ত করার পরিকল্পনা করেছো তখনই আমি সোনার দিনারের থলেটি নদীতে ফেলে দিয়েছিল নইলে লোকজন আমাকেই চোর বলতো !

সারা দুনিয়ার মানুষ আমার বিশ্বস্ততায় আস্থা রাখে। হাদীসের প্রচারের প্রয়োজনীয় এই বিশ্বস্ততার দাম দিনার দিয়ে মাপা যাবে না।

আজ যে পৃথিবীর ঘরে ঘরে আল্লাহ তার কিতাবের পাশাপাশি ইমাম বুখারির হাদিস সংকলনকে কবুল করে নিয়েছেন তার পিছনে পরীক্ষা আছে, ত্যাগ আছে, বিচক্ষণতা আছে।

বিষয়: সাহিত্য

১১১৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339311
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩১
শেখের পোলা লিখেছেন : ত্যাগেই প্রকৃত আনন্দ৷
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৯
280734
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঈমানের এটাই পরিক্ষা
339328
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১২
জাইদী রেজা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১৯
280735
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
339337
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : বিষয়টা নতুন জানলাম।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২০
280736
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হয়তো
339343
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩২
নাবিক লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২০
280737
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
339354
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৩
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২০
280738
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
339361
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৪
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : নতুন জিনিস জানলাম। অনেক ভালো লাগলো। জাযাকাল্লাহ
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২০
280739
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
339368
০৩ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এক্সিলেন্ট ঘটনা তুলে আনলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভাল থাকুন।
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২১
280740
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File