গল্প : মায়ের পালকি (পর্ব ৩)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১১ আগস্ট, ২০১৫, ০৫:৫৬:২৬ বিকাল
তারপর থেকে দীর্ঘদিন মা আর আমাকে দেখতে আসেন নি।নানাও আমাকে নিয়ে যান নি মায়ের কাছে। আমি কেমন আছি,কিভাবে আছি,খাওয়া দাওয়া করছি কি না, কিছুই আমার মা জানেন না। আমিও জানিনা আমার মা'য়ের কি অবস্হা। আমি দেখতে পাই, আমার নানা প্রায়ই তার চোখদুটু মুছেন। আমাকে বুকে জড়িয়ে ধরে বলেন, আমি ও আমার মা নাকি অনেক পুড়া কপাল নিয়ে এই দুনিয়ায় এসেছি। আমি জানিনা পুড়া কপালের মানেটা কি ? একসময় সবাই আমাকে লক্ষি বলে ডাকতো। আমার একটা নাম থাকতে সবাই কেন লক্ষি বলে ডাকতো তখনো আমি জানি না। তবে সবাই যখন আমাকে লক্ষি বলে ডেকে কাছে বসিয়ে আদর করতো আমার খুব ভালো লাগতো।এখন আর কেও এভাবে কেও আদর করে না, কাছে ডাকে না। আমার মা ও আর আসছেন না। আমার অনেক দুঃখ, অনেক কষ্ট। তাই আমি অনেক কাঁদি।পালকিতে বসে আমার মায়ের পেছন ফেরে তাকানোর দৃশ্যটা, মায়ের বেদনা কাতর মুখটা প্রায়ই আমার মনের পর্দায় ভেসে উঠে। তখন আমি অনেক বেশি কাঁদি। আমার কান্না থামতে চায় না।
এদিকে আমাকে দেখতে না পারার মনোকষ্টে,সতিনের মানসিক যাতনায়,স্বামীর শারিরিক নির্যাতনে, আমার মা দিন দিন অসুস্হ্য হয়ে পড়েন।ঠিকমত খাওয়া দাওয়া নেই, চিকিৎসা নেই, তার উপর শারিরিক ও মানসিক যন্ত্রনা ভুগতে ভুগতে মা আমার প্রায় মরনাপন্ন ।
একদিন মা কে নিয়ে তার স্বামী নানার বাড়িতে এলেন।আমার মা তখন শারিরিকভাবে এতটাই ভেংগে পড়েছেন যে , তিনি উঠে বসতে পারছেন না।মা কে নানার বিছানায় শুইয়ে দিয়ে তার স্বামী বললেন, এই নিন আপনাদের আপদ আপনারাই সামলান।আপদ আমার বাড়িতে নিয়ে যাবেন না। বলেই মাকে রেখে তিনি চলে গেলেন। আমি আমার মায়ের সিথানের কাছে গিয়ে দাড়ালাম। মা বলে ডাক দিলাম। অতি কষ্টে আমার মা চোখ খুলে আমার দিকে তাকালেন। আমি দেখলাম, আমার মা'য়ের দু'চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ইশারায় মা আমাকে তার কাছে শুইতে বললেন। ইশারা পেয়েই আমি আমার মায়ের শরীর ঘেসে শুয়ে পড়লাম। মা আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বড় করে একটা নিঃশ্বাস নিলেন। মনে হলো, আমাকে জড়িয়ে ধরতে পেরে মা অনেক তৃপ্ত। মায়ের শরীরের ঘ্রান,স্পর্শ, আদর পেয়ে অনেকদিন পর আমার চোখেও যেন রাজ্যের সকল ঘুম এসে জমা হলো। জান্নাতি সুখ পেয়ে আমি মায়ের বুকে ঘুমিয়ে পড়লাম।
চলবে.......
বিষয়: সাহিত্য
১৪২৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ।
কিন্তু যেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।(কবি বলেছেন)
মন ছুঁয়ে গেল।..ধন্যবাদ..
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন