কেন অবাক হব! সবাই আমরা সুন্দরের পূজারী

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ আগস্ট, ২০১৫, ০৬:১৬:০১ সন্ধ্যা

অবিশ্বাস্য হলেও সত্য! খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপি ও জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মী গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এর মধ্যে অন্তত ১০ জনের বিরুদ্ধে নাশকতাসহ রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। নতুন যোগদানকারী নেতা-কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দলে যোগদান করেন। বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদানের সত্যতা স্বীকার করে কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসীন রেজা বলেন, যাদের বিরুদ্ধে নাশকতা বা রাষ্ট্রদ্রোহ মামলা আছে তাদের দলে নেওয়া হয়নি। এ ধরনের যোগদান দলের জন্য কল্যাণ বয়ে আনবে। দেশের মানুষ বিএনপি-জামায়াতের আচার-আচারণ, কার্যকলাপ হাড়ে হাড়ে বুঝতে পেরে সত্য ও সুন্দর পথের দিশারী হতে চাইছে। তারা এখন বর্তমান সরকারের দিকে ঝুকে সহয়তার হাত বাড়িয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধির দিকে নিতে চাইছে। বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতিকে আরো বাড়াতে চাইছে।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335198
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
বেআক্কেল লিখেছেন : লক্ষণ তো ভাল দেখছি না। ১৯৭৪ সালে এইভাবে বিরোদি দলের সবাই সরকারী দলে যোগ দিয়াছিল। ১৯৭৫ সালে বিরোধি দল বলিয়া কোন দল ছিলনা। ১৫ আগষ্টে নামাজ পড়িবার জন্যও আবার কোন মানুষ রহিল না! কেমন জানি ঘটনা অবিকল মিলের দিকেই তো যাইতেছে।
335260
১১ আগস্ট ২০১৫ রাত ১০:২৩
আবু জান্নাত লিখেছেন : জামায়াতের নেতা-কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেবেন এমন কথা কোনো গাঁজাখোর ও বলবে না। কারণ প্রতিকৃতিতে মাল্যদান মুর্তি পুজার অংশ, কোন মসলমান এই কাজ করতে পারে না। অন্য জাতি হলে ভিন্ন কথা।
335292
১২ আগস্ট ২০১৫ রাত ১২:৩২
নাবিক লিখেছেন : হুহ অবাক হয় নাই, আর আমরা মুসলমানরা ছুন্দরের পূজা করিনা। এক আল্লাহর পূজা করি।
335301
১২ আগস্ট ২০১৫ রাত ০৪:০৫
রক্তলাল লিখেছেন : ভোদাইদের ধরা খাওয়ার দিন ঘনিয়ে আসলো বুঝি। হঠাৎ একদিন দেখা যাবে ইরানের শাহ এর মত তল্পি তল্পা গুটিয়ে হাসিনা বিদেশে ফুড়ুৎ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File