আমি এক রোজাদার
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ জুলাই, ২০১৪, ০৯:৫৪:৪৬ রাত
ইফতারে ভুরিভোজন
সেহরিতে বিরানি
হররোজ খেয়ে যাও,
প্রতিবেশী খায়নি।
-
ফ্রিজের পানি জোস
পান কর শরবত
প্রতিবেশী রোজা রাখে
না খেয়ে কোনোমত।
-
আম জাম লিচু থাকে
আপেল আর আংগুর
নানা রকম ফল খাও
প্রতিবেশির নাই খোঁজ।
-
সারাদিন ঘুম ঘুম
নামাজটা কাজা হয়
ফরজের বালাই নেই
তারাবিতে মন রয়।
-
পেটে ক্ষুধা আছে বলে
মেজাজটা খিটখিট
লাল লাল চোখ করে
চাও তুমি পিটপিট।
-
সামান্য কিছু হলে
তাই নিয়ে ঝগড়া
সারাদিন গরম থাকে
এ পাড়া কি ও পাড়া।
-
নানা রকম খেলাধুলা
টিভি আর ভিসিয়ার
মন এতে মজে থাকে
তবু আমি রোজাদার।
-
এই ভাবে দিন যায়
একজন রোজাদার
কি হবে রোজা রেখে
কি রোজা শিক্ষার।
বিষয়: সাহিত্য
১২৯১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মৈীসুমি মুসলিম আর রোজাদারদের প্রকৃত স্বরুপ।
এতো গেল রোযা আর
রোযার শিক্ষার কথা
ঈদের সময়ও তোমার রয়েছে
একই রকম প্রথা।
নতুন জামা পড়ে যখন
তুমি ছুট ঈদগাহের দিকে
প্রতিবেশী তোমার বলে উঠে
এবারে ঈদটা একবারে ফিকে।
সংযম কারে কই?
প্রতিবেশী অনাহারে,
মোর তরে চিড়া দই!
রোজা থাকি বুঝিনা,
অনাহার কষ্ট,
সেহরী ইফতার,
সব হবে নষ্ট৷
অনেক ধন্যবাদ।
শ্রদ্ধেয়া তাজরি আপুজ্বিকে একটি পোস্ট দিতে বলবেন কিন্তু, প্লিজ...
আর তার সিডিউল কয়তারিখে এবং কি বিষয়ে।
মন্তব্য করতে লগইন করুন