ইউক্রেন স্লোভিয়ান্স্ক শহর পুনর্দখল স্থায়িত্ব হবে কি?
লিখেছেন লিখেছেন বিতর্কিত ০৫ জুলাই, ২০১৪, ০৯:৪০:২৭ রাত
ইউক্রেন সামরিক বাহিনী স্লোভিয়ান্স্কে রুশপন্থী বিদ্রোহীদের অবস্থানগুলোর ওপর অব্যাহত বোমাবর্ষণ করেছে ।পূর্ব ইউক্রেন সরকারি বাহিনী সেখানকার রুশপন্থী বিদ্রোহীদের হাত থেকে স্লোভিয়ান্স্ক শহরের নিয়ন্ত্রণ পুনর্দখল করেছে। এই শহরটি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের একটি অন্যতম প্রধান ঘাঁটি ছিল ।
তবে অব্যাহত সরকারি অভিযানের মুখে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা স্লোভিয়ানস্ক শহর থেকে সরে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেংকো আজ স্লোভিয়ান্স্কের সিটি হল ভবনের ওপর জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়ছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে শহরটির ঠিক কতখানি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে তা স্পষ্ট নয়।
বিষয়: আন্তর্জাতিক
৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন