হারিয়ে যেতে চেয়েছিলাম
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ মে, ২০১৪, ০২:০৬:৪২ রাত
কনকনে শীতের কোনো এক বিহানে
আমি তখন পুকুরপারে বসা
মিষ্টিমিষ্টি রোদ পোহাচ্ছি,
মনে পড়ে গেলো আমার,তোমাকে।
-
আমি হারিয়ে গেলাম তোমার মাঝে।
-
এভাবে কতক্ষণ,কত সময়,কত মুহুর্ত......
আমি জানিনা ।
-
হঠাৎ ঘাড়ের উপর একবিন্দু পানির পরশ
দেখলাম,পাশের একটি শাখা থেকে
শিশিরবিন্দু ঝরে পড়েছে,
ওটা তালগাছ।
-
খুব রাগ হয়েছিলো তার প্রতি।
-
বড় বেরসিক সে
আমায় এভাবে ডিস্টার্ব করলো
আমি আমার ভালোবাসার মানুষের মাঝে
হারিয়ে যেতে চেয়েছিলাম।
কিন্তু...........।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখেছেন
ধন্যবাদ।
বোধহয় আপনি আমাকে প্রিয়তে রাখেননি তাই আপনার লেখার আমন্ত্রণ পাইনা । এছাড়া আমিতো এখানে নিয়মিত লিখিনা ।
লেখার প্লট ও উপমা ভালোই। বেশ মজা পেলাম
মন্তব্য করতে লগইন করুন