ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক-এর ঘাতক আবিদ প্রাক্তন এক দুর্ধষ্য শিবির ক্যাডার?

লিখেছেন লিখেছেন হককথা ২৫ মে, ২০১৪, ০১:৪২:২১ রাত



ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক-এর নৃশংস ও বর্বোরোচিত হত্যাকাণ্ডের পরে কোনো প্রকার তদন্ত হবার আগেই উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন 'তরুণ ও জনপ্রিয় আওয়ামী লীগ নেতা একরাম ফুলগাজীকে আধুনিক উপজেলায় পরিণত করতে চেয়েছিলেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি যারা হত্যা ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি ধ্বংস করতে চায়, এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থাকতে পারে।

(সুত্র: দৈনিক আমার দেশ; ২১ শে মে, ২০১৪)

এ কথা বলে তিনি মুলত জামাত/শিবির ও বি এন পি'র দিকে তদন্তকারীদের দৃষ্টি ঘোরাতে চেয়েছিলেন। তার সাথে যোগ দিয়েছিলেন তার জাঁদরেল সবজান্তা (!) কয়েকজন মন্ত্রীও। একই সুরে কোরাস গেয়ে চলেছেন তারা। কিন্তু তাতে তারা সফল হন নি। নিজ দলের অপরাধীদের বাঁচানোর লক্ষ্যে তাদের ষড়যন্ত্র সফল হয় নি। সফল না হবার পেছনে সেই একই কারণ; নিজেদের দলীয় কোন্দল।

প্রধানমন্ত্রীর একালের অতি প্রিয় গডফাদার জয়নাল হাজারী, যাকে এখন তিনি কিছুটা দুরে সরিয়ে রেখেছেন এক প্রভাবশালী মন্ত্রীর কারণে, সেই জয়নাল হাজারিই পেছন থেকে সকল কলকাঠী নেড়েছেন। তিনি নিজের পত্রিকার মারফতে খবর প্রকাশ সহ বিভিন্নভাবে জড়িতদের নাম ধাম ও ঘটনাপ্রবাহের তথ্য এমনভাবে ফাঁস করে দিয়েছেন যে, ইচ্ছা করলেও আঈন শৃংখলা বাহিনীর কোনো উপায়ই ছিল না প্রকৃত আসামী না ধরে আরও একটা জজ মিঞা নাটকের সুত্রপাত করার।

তা না হলে এতদিনে একজন জজ মিঞাকে ধরে এনে প্রেস ব্রিফিং দেয়া হতো, তথাকথিত স্বীকারোক্তি(!)ও শোনানো হতো, বলা হতো; শিবিরের প্রাক্তন সাথী/সদস্য এই হত্যাকান্ড ঘটিয়েছে।

কিন্তু সেটা হলো না। আহারে। দেশের প্রধানমন্ত্রী হয়েও, এশিয়ার অন্যতম প্রভাবশালী ক্ষমতাধর নারীর তক্বমা ললাটে দীপ্যমাণ সত্তেও মাননীয়া প্রধানমন্ত্রী ফেল মারলেন? জামাত শিবিরকে ফাঁসাতে প্রধানমন্ত্রী ব্যর্থ হলেন।

অবশ্য এখন তারা বলতে পারেন, এই আবিদ একসময় শিবির করতো। সে আসলে প্রাক্তন এক দুর্ধষ্য শিবির ক্যাডার!! Unlucky Unlucky Unlucky

বিষয়: বিবিধ

১৬৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225786
২৫ মে ২০১৪ রাত ০২:২৭
২৫ মে ২০১৪ রাত ০৮:৫৬
173150
হককথা লিখেছেন : এত ভাবনা কেন?
225809
২৫ মে ২০১৪ রাত ০৩:৪৬
সন্ধাতারা লিখেছেন : It is a nature and nasty mentality of bd govt. thanks for writing.
২৫ মে ২০১৪ রাত ০৮:৫৬
173151
হককথা লিখেছেন : Evry acts brings some fruit, I am sure what this govt is doing, would bring hell on!
225825
২৫ মে ২০১৪ সকাল ০৬:৪২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুনা যায় জয়নাল হাজারী নাকি জামাত-শিবিরের এজেন্ট? দেখতেও তারে জামাতীদের মত লাগে। মুখে দাড়ীর স্টাইল, মাথায় টুপি এসব কি সবই তো জামাতীদের কাছ থেকে ধার করা জিনিস মনে অয়।
২৫ মে ২০১৪ রাত ০৮:৫৮
173153
হককথা লিখেছেন : সারাটা জীবন বাহাদুরি করে শেষ বয়সে যখন দাঁড়াতে গেলেই হাঁটু কাঁপে, তখন সবাই সাধু দরবেশ সাজে। তবে আল্লাহ পাক গাফুরুর রাহিম। কখন কাকে হেদায়েত দেবেন, তিনিই ভারো জানেন। আমরা সে বিষয়ে কোনো কথা না বলি।
225845
২৫ মে ২০১৪ সকাল ১০:০২
হতভাগা লিখেছেন : শোনা যায়, এই মার্ডারে নাকি বিএনপি টাকা ঢালছে ?

বিএনপি-জামাত দেখি সব কিছুই কিনা ফালাইছে । আওয়ামী লীগের ক্যাডাররা তাদের হাতের পুতুল। বিএনপির টাকা খাইয়া তারা নিজেরা নিজেরাই মারামারি কইরা মরতাছে ।
২৫ মে ২০১৪ রাত ০৮:৫৯
173154
হককথা লিখেছেন : হাঁচা নি? আন্নে মিছা কইতেন ন্ন, আঁই জানি।
২৬ মে ২০১৪ সকাল ০৮:৫৪
173279
হতভাগা লিখেছেন : http://www.prothom-alo.com/bangladesh/article/225793

আন্নের লাই একটা লিংক দিলাম , ফড়ি লন ।
231184
০৫ জুন ২০১৪ রাত ১১:৫৯
কুয়েত থেকে লিখেছেন : এশিয়ার অন্যতম প্রভাবশালী ক্ষমতাধর নারীর তক্বমা ললাটে দীপ্যমাণ সত্তেও মাননীয়া প্রধানমন্ত্রী ফেল মারলেন? জামাত শিবিরকে ফাঁসাতে প্রধানমন্ত্রী ব্যর্থ হলেন। আরো অনেক কিছুই দেখব। আপনাকে ধন্যবাদ।
০৬ জুন ২০১৪ দুপুর ০২:০১
178140
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File