ব্লগার
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২০ মে, ২০১৪, ১০:০৯:৪২ রাত
ব্লগার মানে
মনের ভেতর লুকিয়ে থাকা কথা বলা
ব্লগার মানে
বুকে সোনালী স্বপ্ন একে নির্ভয়ে পথ চলা।
-
ব্লগার মানে
হাসি কান্না আনন্দ বেদনার ভাগাভাগি
ব্লগার মানে
মন্তব্য দেয়া নেয়া আর কৃত্রিম রাগারাগি।
-
ব্লগার মানে
সমাজ গঠনের একরাশি স্বপ্ন ছড়িয়ে দেয়া
ব্লগার মানে
অন্ধকার-অমানিশা থেকে নিজকে বাঁচিয়ে নেয়া।
-
ব্লগার মানে
অন লাইনে একঝাক সিংহ সাহসী মানুষ
ব্লগার মানে
দু'পায়ে দলিয়ে চলা মিথ্যের সকল ফানুষ।
-
ব্লগার মানে
একঝাক তারুন্য কবি সাহিত্যিকের মেলা
ব্লগার মানে
লেখালেখি হেয়ালিপনা আর কি-বোর্ডের খেলা।
-
ব্লগার মানে
গল্প কবিতা আর ছড়ায় ছন্দে মাতামাতি
ব্লগার মানে
লেখক কবি আর সাহিত্যিক রাতারাতি।
-
ব্লগার মানে
এক আল্লায় বিশ্বাসী কতিপয় আস্তিক
ব্লগার মানে
আমরা কখনো নই-তো নির্বোধ নাস্তিক।
ইহা ব্লগার প্রবাসী আব্দুল্লাহ শাহীনের "ব্লগার মানে" কবিতার মন্তব্য।বড় হওয়াতে শেয়ার করলাম পোষ্ট দিয়ে।
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগার মানে
প্রিয়জনকে খুঁজে খুঁজে হাতুড়ি পেটা করা।
ব্লগার মানে
লিখতে লিখতে ঘুমিয়ে পড়লে থাপ্পর দিয়ে ঘুম ভাঙ্গা।
ব্লগার মানে
চলার পথে দেখা হলে কানমলা দিয়ে লাল করা।
ব্লগার মানে
আল্লাহ'র ওয়াস্তে একে অপরকে ভালো বাসা।
ব্লগার মানে
ভালো কাজে সাহয্য ও মন্দ কাজে নিরুৎসাহিত করা।
ব্লগার মানে জাগ্রত বিবেক
গল্প কবিতা আর ছড়ায় ছন্দে মাতামাতি
ব্লগার মানে
লেখক কবি আর সাহিত্যিক রাতারাতি।
দারুণ আইডিয়া নিয়ে লিখা কবিতা। সত্যিই চমৎকার। আমি অভিভুত। ধন্যবাদ হে কবি।
সব কাজ ব্লক করে
নেটে ঘোরাঘুরি।
প্যারিস থেকে আমি-ভাইয়ের ব্লগ পড়া।
আন্নেরা দুই জন কি শুরু করলেন ?>
মন্তব্য করলাম-ভাল লাগছে ওটা জানানোর জন্যি ।
মন্তব্য করতে লগইন করুন