জাতির মেয়ে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০০:৩৪ রাত
জাতির মেয়ে
দাদার খুশিতে আমরা খুশি
দাদার খুশিতে নাচি
দাদার আশির্বাদ নিয়ে আমরা
বাংলার মসনদে আছি।
-
বাবায় ছিলো দাদার নাতি
নাতির মেয়ে আমি
তাইতো দেখ সদা সর্বদা
দাদারই পা চুমি।
-
গণতন্ত্রের মানসকন্যা আমি
লক্বব দিলো দলে
তাইতো,ক্ষমতাটা ধরে রাখলাম
নানান ছলেবলে।
-
বাবায় করলো বাকশাল বাংলায়
আমি ডিজিটাল
ডিজিটালের মারিফতিতে
ফেইল মারে বাকশাল।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাবার শরীর ছিল,
সেখান থেকে যৎ সামান্য
আমায় দিয়ে গেল৷
মন্দ ভাল যতই বল,
উপায় তো আর নাই,
রক্তের ঋণ শোধ করবার
শপথ নিলাম তাই৷
আপনাকে ধন্যবাদ
জোতা খেয়ে
যাবে কখন বল
হবে কবে
জোতা বৃষ্টি
দুহাত তুলি চল
জাতির মেয়ে ডাইনি
বাকপ্রবাস লিখেছেন : জাতির মেয়ে
জোতা খেয়ে
যাবে কখন বল
হবে কবে
জোতা বৃষ্টি
দুহাত তুলি চল
লেখককে অনেক ধন্যবাদ।
চুল পরিমান নড়বনা৷
হেঁচকা টানে চুল চলে যাক,
চেয়ার খানি ছাড়ব না৷
পা পিছলে যাই যদি আর,
ফিরতে কভু পারব না৷
পেটে ক্ষুধা আরও আছে,
তাইতো ছেড়ে যাইব না৷
মন্তব্য করতে লগইন করুন