সোমবারের হরতাল জামাত নেতাদের অবিবেচক সিদ্ধান্ত নয় কী !!

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩৭:৩১ রাত



দশ ট্রাক অস্র মামলায় তৎকালিন বিএনপি-জামাত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, হাওয়া ভবন ও সরকারকে অভিযুক্ত করে ১৪ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে । আর এই রায়ে বিএনপি প্রতিবাদ মূলক বিবৃতি দিয়ে দায় সারলেন অথচ জামাত সোমবার এককভাবে পূর্ণ দিবস হরতাল দিলেন ।

হরতাল দিতে হলে জামাত বিএনপিকে সংশ্লিষ্ট করে হরতালটি দেয়া উচিত ছিল, যদিও হরতাল কাম্য নয় । হরতাল না দিয়ে অন্য কর্মসূচী দিলে হয়তঃ জনমত পক্ষে পেতেন । কারন হরতাল বর্তমানে জননিন্দিত রাজনৈতিক কর্মসূচী ।

আহুত হরতালটি কার্য্যকর করতে জামাত একক ভাবে মাঠে নামলে প্রকারান্তরে সরকারের জামাত-শিবির কব্জা করনে গৃহীত সামরিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়কই হবে । দ্বিতীয়তঃ পাকিস্তান সরকার ও জামায়েতে ইসলামী পাকিস্তান কর্তৃক বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতি- প্রীতি,ভালবাসা ও আন্তরিকতাপূর্ণ বিবৃতি গুলো প্রকারান্তরে আওয়ামীলীগ সরকারকে রাজনৈতিক সুবিধাই দিচ্ছে । কারন পাকিস্তান ৭১ এর কারনে আজও ঘৃণীত, এটা জামাতকে মাথায় রাখা উচিত । জামাতের জন্য পাকিস্তানের মায়াকান্না জামাতের জন্য হিতে বিপরীত । কারন এসব পেলে আওয়ামীলীগের রাজনীতির অস্রটা ধারালো ও শানিত হয় ।

প্রতিপক্ষের হাতে অস্র তুলে দেয়া আত্মহত্যার নামান্তর-এই মুহূর্তে জামাতের এককভাবে হরতাল আহ্বান ও পাকিস্তান সরকার ও পাকিস্তান জামায়েতের বিবৃতি, তারই পরিচায়ক নয় কী !!

বিষয়: রাজনীতি

৩৫১৪ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171145
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৮
গৃহস্থের কইন্যা লিখেছেন : স্বাধীনতার ৪৩ বছর পরও ৭১ এর ঘাতক কাদের মোল্লাকে শহীদ-ই-পাকিস্তান খেতাবে ভুষিত করা হয়েছে। সুতরাং জামাত সহজেই পাকিস্তানের সংঘ ত্যাগ কেরবে না।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৭
124947
মহি১১মাসুম লিখেছেন : পাকিস্তানীদের ভালবাসা জামাতকে ঐতিহাসিক বলিদানের পরিণতি দিবে।
ধন্যবাদ কইন্যাকে, সরি গৃহস্থের কইন্যাকে।।
171147
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০২
দুষ্টু পোলা লিখেছেন : দারুন্স । পিলাচ
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৮
124948
মহি১১মাসুম লিখেছেন : দুষ্টুকে থ্যান্কস্।।
171148
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১১
ভিশু লিখেছেন : জামাত হরতাল ডাকায় কালবিলম্ব না করে আপনি যে এত্ত সুন্দর সুন্দর জামাতদরদি যুক্তি নিয়ে হাজির হলেন - খুবই ভালো কথা! কিন্তু এই জনদরদি সরকার প্রতিদিনই যেসব দেশদরদি ইস্যু এবং জনকল্যাণমূলক হত্যালীলা চালিয়ে যাচ্ছে - সে ব্যাপারে আপনার মানবদরদি লেখা এবং পোস্টগুলো কই??? পাকিস্তান কি বল্লো-না-বল্লো তাতে জামাতের কি আসে যায়? মাসুম ভাইয়া, দেশ যে এখন কোন দিকে রওনা করেছে সেদিকে একটু খেয়াল করবেন প্লিজ! আমার মুক্তিযোদ্ধা কমাণ্ডার বাবা এজন্য স্বাধীনতা যুদ্ধ করে আহত হন নি! কোনদিন বলিনি, আজ বলছি - তাঁর নামে জেলাসদরে এখনো একটি অডিটরিয়াম এবং সরকারী হাসপাতাল রয়েছে! অনেক ধন্যবাদ আপনাকে!
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩৬
124999
হতভাগা লিখেছেন : ''.- সে ব্যাপারে আপনার মানবদরদি লেখা এবং পোস্টগুলো কই??? ''

০ কেন যে বুঝেও এ কথা বলেন ভাই ?
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪০
125132
মহি১১মাসুম লিখেছেন : ভিশু ভাইকে ধন্যবাদ । পাশাপাশি জাতির অহংকার একজন যুদ্ধাহত কমান্ডার বীরমুক্তিযোদ্ধার গর্বিত সন্তান হিসেবে ভিশু আপনি ও আপনার পরিবারবর্গকে অভিবাদন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার সাথে অন্য একদিন মতবিনিময় করব। আজকে আপনার প্রতি শ্রদ্ধা রেখে ইতি টানছি।
171150
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৭
নীরু লিখেছেন : জামাতের প্রতি পাকিস্তানের ভালবাসা আওয়ামীলীগের জন্য আর্শীবাদ আর আওয়ামীলীগ সরকারের সময় বিএসএফের বর্বরতা আওয়ামীলীগের অভিশাপ। এসবই আমাদের জাতিগত চেতনা।
সুন্দর বিশ্লেষনের জন্য ধন্যবাদ।।
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪১
125133
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ নীরু আপনাকে।
171155
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:২০
সাইদ লিখেছেন : দেশে বিবেকবান কেউ কি আছে ? ৫ই জানুয়ারির মতো নির্বাচন হয় যে দেশে।সেই নির্বাচন আবার একজন রাষ্ট্রপতিও অবাধ -নিরপেক্ষ বলে সার্টিফিকেট দেই সেই দেশে বিবেকবান কেউ আছে মনে করাই তো বিরাট ভুল.যার যা খুশী তাই করছে।ভালো -মন্দ বোধ তো আমাদের নেই.
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৩
125134
মহি১১মাসুম লিখেছেন : আপনার মত আমিও এহেন নির্বাচন সমর্থন করছিনা।
সাঈদ ভাইকে ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
125157
সাইদ লিখেছেন : নির্বাচন সমর্থন করেন না ঠিক আছে.কিন্তু এই নির্বাচন নিয়ে বিবেকবান যেকোনো লোকের সমালোচনা করা উচিত নয় কি ?সেই সমালোচনা মূলক লেখা কি আপনি লিখেছেন কখনো ?অথচ জাতি আজকে কি দেখছে।যারা স্বাধীনতার পক্ষে বলে গলা ফাটাচ্ছে তাদের বিবেক কি এতই লোপ পেয়েছে যে এহেন নির্বাচনের পক্ষে সমালোচনা তো দুরে থাকুক তাকে সমর্থন দিতে হবে? কাদের কাছ থেকে আপনি বিবেক আশা করবেন?স্বাধীনতার বিরোধী শক্তির কাছে? নিজেকে প্রশ্ন করুন ?অনেক উত্তর পেয়ে যাবেন। স্বাধীনতা বিরোধীদেরকে এই সব সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকারই। বিরোধী দল যা করছে তা মোটেই গ্রহণযোগ্য না.তবে বিরোধী দলের আজকের সহিংসতার জন্য মূলত দায়ী সরকার। নিরপেক্ষ নির্বাচন যে জনগনের দাবি তা মানতে এবং বুঝতে যারা পারেনা তারা মানুষ কিনা সন্দেহ।বর্তমান সরকার মানুষের সেই দাবীকে জনগনের দাবী বলে মনে করে না. আওয়ামিলীগের বিবেক কি থাহলে আছে ?
171166
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩১
তহুরা লিখেছেন :
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৫
125135
মহি১১মাসুম লিখেছেন : তহুরা বেগম আপনি কীসের মধ্যে কী নিয়ে আসলেন। থ্যান্কস্।।
171187
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৯
শেখের পোলা লিখেছেন : চেতনায় ভাঙ্গা চেতন কবেযে চাঙ্গা হবে?
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
125137
মহি১১মাসুম লিখেছেন : বুঝলাম না চেতনা নিয়ে কেন আপনার বিষদগার।
সব কিছুতেই চেতনা আছে ,যেমনঃ ধর্মীয় মূল্যবোধের চেতনা,মুক্তিযুদ্ধের চেতনা,সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের চেতনা ইত্যাদি ইত্যাদি।।
ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
125285
শেখের পোলা লিখেছেন : সব চেতনার গণ্ডি আছে কিন্তু আওয়ামীদের স্বাধীনতার চেতনার গণ্ডী নেই৷ যেমন জি-৩৷ সামনে যদি ভূমী কম্প হয়, তাও তাদের চেতনা৷ তাই আরকি?
171193
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:০৩
সাদাচোখে লিখেছেন : একজন নিরাপরাধ মানুষকে অন্যায়ভাবে, আইনের তোয়াক্কা না করে, কোন বিবেক-বিবেচনাবোধকে কাজে না লাগিয়ে - খুন করার জন্য সরকার ও বিচার বিভাগ উদ্ধ্যত হবে - আর কোন মুসলমান তার প্রতিকারে সর্বোচ্চ ত্যাগ করার জন্য কার্যক্রম হাতে নেবে না - তা হতে পারেনা। যেখানে মুসলমান মাত্রই বিশ্বাস করে একজন নিরাপরাধ মানুষকে হত্যা মানে পুরো মানবজাতিকে হত্যা করা। একজন মুসলমান স্বভাবতঃই কোন নিরাপরাধ মানুষকে হত্যা হতে দিতে পারেনা।

বিএনপি যে মুসলিমের বাহিরে গিয়ে সুবিধাবাদী চরিত্র নিয়েছে - তাতে করে জয়নাল মার খেলে পর নেতারা কোর্টে আত্মসমর্পন করতে গিয়েছিল, আর সালাউদ্দীনকে ফাসী দিলে লুকিয়ে পড়েছিল আর বাবর সাহেবের ফাসী কিংবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান দের ফাসীর প্রতিক্রিয়া ধরন দেখে নেতা কর্মী থাক দুরের কথা খালেদা জিয়ার প্রান ও বিএনপি হতে দুরে থাকবে।

জামাত সরকারের কোন অন্যায়কে চ্যালেন্জ মুক্ত অবস্থায় যেতে দিতে চায়না - আল্লাহে বিশ্বাসী জনগন (মোনাফেক নয়) বরং এ মেসেজ টাই পাবে এবং তারা জামাতকে বিএনপি অপেক্ষা বেশী ডিফেন্ডেবল ই মনে করবে।

পাকিস্থান ইস্যুতে যা যা বললেন - তা সাধারন মুসলিম জনমনে ভিন্ন ধারনা তৈরী করছে। পাকিস্থান যত কথা বলবে - মানুষ ততই ইন্ডিয়াকে ঘৃনা করবে। জামাত যেহেতু ক্ষমতার জন্য রাজনীতি করছে না (তা করলে জামাতের অনেক সুযোগ ছিল) সেহেতু তার হারানোর কিছু নেই - আওয়ামীলীগের আছে। আওয়ামীলীগের সাবধান হওয়া দরকার। আর সাবধান হওয়া দরকার ঐ সব মানুষের যারা বাংলাদেশকে ভালবাসে, বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
125815
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সাদা চোখ ভাই।
আপনার মতে-জামাত যেহেতু ক্ষমতার জন্য রাজনীতি করছে না (তা করলে জামাতের অনেক সুযোগ ছিল)। এই কথার অর্থ বুঝলাম না। সুযোগ !!দয়া করে বুঝিয়ে দিবেন।
পাকিস্তান সম্পর্কে বললেন-পাকিস্থান যত কথা বলবে - মানুষ ততই ইন্ডিয়াকে ঘৃনা করবে।- বাস্তবতা হচ্ছে বিএনপি যতোটা জামাত ও পাকিস্তানকে সহজভাবে নেয়,অন্যদল গুলো ততোটা নয়। খেয়াল করবেন-বিএনপি এখন পারতপক্ষে পাকিস্তান প্রসঙ্গ এড়িয়ে কথা বলে । তাহলে আপনার কথিত জনগন কারা?
আপনার বক্তব্যের প্রথমাংশের সাথে ভীন্নমত পোষন করি,কিন্তু দশ ট্রাক অস্র মামলা ও বিচার নিয়ে পরবর্তীতে একটি পোষ্ট দিব। তাই এই পরিসরে আলোচনাটি করলাম না।
যাহোক,ভীন্নমত থাকলেও আপনাকে সর্বদা পাশে পাবার প্রত্যাশা রাখছি।
ধন্যবাদ।।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৮
125950
সাদাচোখে লিখেছেন : জামাত যদি সিম্পলী 'ইসলাম' নামক এ নীতিবোধ টির সাথে কম্প্রোমাইজ করে - যেমন করে বাংলার কমিউনিস্ট বা বাম দলগুলো করেছিল - আমি ব্যক্তিগতভাবে মনে করি - জামাত ক্ষমতার স্বাদ অনেক অনেক বেশী পেত। আপনি এক এরশাদ এর দিকে তাকান - বেচারা শুধু মাত্র 'নীতি না থাকার কারনে' শত চেষ্টা ও কারিশমা করেও - ক্ষমতা থেকে দুরে থাকতে পারছেনা। আমার ধারনা মাহি১১মাসুম ভাই - এ জাতীয় সরলীকরন ও অংকগুলো আরো অনেক ভাল বুঝেন।

আজকের বিএনপি হল গিয়ে শেয়ার মার্কেটের মত। যখন ওখানে টাকা উড়ে মানুষ যায় আর মার্কেটের ভ্যালু বাড়ে। শেয়ার মার্কেট মানুষ না আসলে কিছু করতে পারেনা - বক্তৃতাবিবৃতি দিতে পারে, প্লান প্রোগ্রাম করতে পারে - যেমন করে বিএনপি করছে। এই আর কি?
দেখুন মুনাফিক, কাফের, ধর্মনিরপেক্ষ দের তুলনায় মুমিন মুসলমান রা যে কোন কিছুকে প্যারালালী দুটি দৃষ্টিতে দেখে। তাদের প্রথম দৃষ্টিটি আপনার আমার মত কপালের নিচে চোখ নামক অংগ টি। আর দ্বিতীয় দৃষ্টিটি কোরান হাদীস এর আলোকে সৃষ্ট অন্তর্দৃষ্টি। ঐ অন্তর্দৃষ্টির ব্যাখ্যা ও বিশ্লেষন ধর্মনিরপেক্ষ মানুষ এর কাছে বড় বেশী সেকেলে, রাবিশ, অযৌক্তিক, পাগলামী, মোহ ইত্যাদি মনে হয়। কারন বেশীরভাগ সময় ধর্মনিরপেক্ষ অবস্থানে থেকে বুঝা যায়না কেন ২৩/২৪ বছরের তাগড়া সাধারন কোন ছেলে বোম্বের কোন নায়িকার নাচ সাথে ফ্রী ড্রিংসকে উপেক্ষা করে না - কোথাকার কোন তেতুল হুজুরের বস্তাপচা কথা শুনছে সাথে মশার ফ্রী মশার কামড় - আর কি যে মজা সে পাচ্ছে যে অনবরত কাদছে।

আপনি আমি যদি এদের সাইকোলজী নিয়ে কোন রেশানাল খুজে পাই তবে দেখবো - পাকিস্থানের প্রতিটি কথায় সাধারন মানুষ ইন্ডিয়াকে জ্যামিতিক হারে ঘৃনা করতে উদ্ভুদ্ধ হচ্ছে। বাহিরের চোখে যদিও আমরা দেখছি পাকিদের প্রতিটি স্টেইটমেন্ট জামাতের বিপক্ষে যাচ্ছে এবং সম্ভবতঃ জামাত ও তা জানে - কিন্তু জামাতিদের একটা অন্তঃর্দৃষ্টি আছে যেমন করে গ্রামের ঐ সাধারন মানুষদের আছে।
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
151713
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : জামাত সরকারের কোন অন্যায়কে চ্যালেন্জ মুক্ত অবস্থায় যেতে দিতে চায়না - আল্লাহে বিশ্বাসী জনগন (মোনাফেক নয়) বরং এ মেসেজ টাই পাবে এবং তারা জামাতকে বিএনপি অপেক্ষা বেশী ডিফেন্ডেবল ই মনে করবে।
171207
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১৭
অজানা পথিক লিখেছেন : সোমবারে হরতাল দিয়ে জামায়াত অত্যান্ত সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহন করেছে বলে মনে করি।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪২
125661
মহি১১মাসুম লিখেছেন : অজানা পথিক ধন্যবাদ।
ভীন্ন কারনে হলেও ইতিমধ্যে হরতালের দিন তারিখে পরিবর্তন এসেছে।
তারপরও বলছি হরতালের পরেই বুঝা যাবে,এই কর্মসূচী থেকে জামাত কতটুকু অর্জন বা বিসর্জন করল ? এবং আপনার মতামত না আমার মতামতটি ঠিক?
১০
171225
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৮
ইবনে হাসেম লিখেছেন : হরতাল ডেকে জামায়াত অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। চিন্তা করুন, কেউ আপনার বাবাকে আপনার সামনে হত্যা করতে উদ্যত, তখন আপনার মনে কি এসব চিন্তা আসবে যে আমি যদি এখন হত্যাকারীকে বাধা দেই তাহলে আমিও নিহত হয়ে যাবো? এই চিন্তা করে কি আপনি আপনার বাবাকে হায়েনার হাতে তুলে দিয়ে, নিরাপদ দূরত্বে চলে যাবেন? আর যদি চলে যান তাহলে কি আপনাকে চরম অপদার্থ ও অকৃতজ্ঞ সন্তান বলে সমাজ ধিক্কার দিবেনা?
ওরা জামায়াতের মাথা হতে শুরু করে একে একে সব নেতাদের ধরে ধরে বিনা অপরাধে হত্যার পরিকল্পনা করছে আর জামায়াতের কর্মীরা মূখে আঙ্গুল পুরে বসে থাকবে, তাহলে তো তাদের এতোদিনার জামায়াতপ্রীতি সবই মোনাফেকী বলে প্রমাণিত হবে...
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
125759
মহি১১মাসুম লিখেছেন : ইবনে হাসেম ভাই নিরাপদ কী অপরাধী আমার এই লিখুনীর বিবেচ্য বিষয় নয়।
আমার এই লিখায় জামাতের ঘোষিত হরতালটির কৌশলগত সমালোচনা করেছি। হরতালে যেভাবে সাধারন মানুষ পুড়ে মরে, জনগন তা ভালো চোখে দেখে না।
তাই দলীয় নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখালে জনগনের সহানুভূতি অর্জন সম্ভব। যেহেতু জনগনের জন্যই রাজনীতি।
আবার এই হরতালে সরকার পিছু হটলে আপনার সাথে সহমত পোষন করতাম।
ধন্যবাদ।।
১১
171241
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৬
আল সাঈদ লিখেছেন : যারা ভোট পায় ৫%-১০% তাদের পক্ষ নিয়ে কথা বলতে আমার লজ্জা হয়। আপনি লজ্জা পান কি?
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৫
125142
মহি১১মাসুম লিখেছেন : আল সাঈদ ভাই আমি ৫ ১০ শতাংশের পক্ষে বলছি না। ধন্যবাদ।।
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
151714
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : জামাত সরকারের কোন অন্যায়কে চ্যালেন্জ মুক্ত অবস্থায় যেতে দিতে চায়না - আল্লাহে বিশ্বাসী জনগন (মোনাফেক নয়) বরং এ মেসেজ টাই পাবে এবং তারা জামাতকে বিএনপি অপেক্ষা বেশী ডিফেন্ডেবল ই মনে করবে।
১২
171247
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৫
সাদা লিখেছেন : মাহি ভাই,আপনার বিশ্লেষণটা ভালো হ্যেছে।সমর্থনযোগ্য।তবে কোথাও যেন অপূর্ণতা রয়েছে!!!আপনাকে একটি প্রশ্ন ক্রি।হরতাল ছাড়া জামাত এর প্রতিবাদে কি করতে পারতো!!!!! বিক্ষোভ সমাবেশ,মানববন্ধন,মিছিল,অবস্থান ধর্মঘট এর যে কোণ একটি।ঠিক নয়কি! কিন্তু তা করার অনুমতি কি সরকার জামাতকে দিত?? অভিজ্ঞতা কিন্তু তা বলে না।আপনি হয়তো বলতে পারেন আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদতো আদালত অবমাননা।তাহেল আপনার নিকট প্রশ্ন গণজাগরোন মঞ্চ কি আদালত সম্মাননা!আসলে মাহি ভাই সত্যি কথা কি ,আমরা সবাই অন্ধ। কেউ দলান্ধ,কেউ ব্যক্তিন্ধ কেউবা মতান্ধ। তাই আমরা কোন কিছু নিরেপক্ষভাবে ভাবতে পারি না।আপনিও এর বাইরে নন।যদি ব্যতিক্রমই তবে নির্বাচন,বিনা বিচারে রাজনৈতিক হত্যা এগুলোও নিয়েও আপনার দু- একটা পোষ্ট পেতাম।ধন্যবাদ
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
125758
মহি১১মাসুম লিখেছেন : সাদা ভাই শতভাগ একমত-আমরা সবাই অন্ধ। কেউ দলান্ধ,কেউ ব্যক্তিন্ধ কেউবা মতান্ধ।-আমিও নিজেও এর মধ্যে পড়ি।
জামাতকে কোন কর্মসূচী সরকার করতে দেবে না। এই না দেয়াটাকে আমি সমর্থন করছি না। তবে হরতালে যেভাবে সাধারন মানুষ পুড়ে মরে,তা জনগন ভালো চোখে দেখে না।
তাই দলীয় নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখালে জনগনের সহানুভূতি অর্জন সম্ভব। যেহেতু জনগনের জন্যই রাজনীতি।
ধন্যবাদ।
১৩
171282
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
রক্তলাল লিখেছেন : অস্ত্রের মাধ্যমে ইয়াহিয়া, মুজিব, এরশাদ টেকেনি।

হাসিনার মত অর্বাচীন ও থাকবেনা।

মাহি এসব ধানাই পানাই আমরা বুঝি। ভুতের মুখে রাম-নাম। হাসিনার নাম-ই ছিল হরতাল। এখন আসছেন গণতন্ত্রের উকিল - ৫% গণতন্ত্রের!!

হরতাল নয়, বরং এরচেয়ে কঠিন কিছু করে হাসিনার পশ্চাৎদেশে আগুন দেয়া দরকার। আর হবেও তাই।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৯
125670
মহি১১মাসুম লিখেছেন : রক্তলাল ভাই বেশ ক্ষ্যাপে আছেন বুঝি।
ধন্যবাদ,তবে শেখ হাসিনা রাজনীতিকে সহজ করে দিচ্ছে জামাতের রাজনীতি। ব্যাখ্যা বিশ্লেষন করে দেখুন।
যুদ্ধাপরাধ ও জামাত নিয়ে রাজনীতিটা আওয়ামীলীগের জন্য সুখকর রাজনীতি।। নিশ্চয়,আপনিও তা বুঝেন।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৮
126765
রক্তলাল লিখেছেন : হাসিনা অস্ত্র ব্যবহার করে ক্ষমতায় আছে।
বাংলার মানুষও অস্ত্র ধরতে জানে।
পৈশাচিক উল্লাস যা করার করে ফেলেন।

৭১, ৭৫, ৯০, ২০০১ - এসব সংখ্যা বাড়ে। কখনো থেমে থাকেনি।
১৪
171313
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
বেআক্কেল লিখেছেন : বাংলাদেশে আবার জনমত আছে নাকি! পুরো জাতি শক্তের ভক্ত নরমের যম। এই জাতিকে পিটাইলে ওরা শান্ত থাকে, লাথি মারলে হুস ফিরে পায়। তারা কারণ ছাড়াই হাসে, যেহেতু অন্যেজন হাসছে।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
125672
মহি১১মাসুম লিখেছেন : কে বলে আপনি বেআক্কেল। আমি দেখছি আপনার আক্কেল জ্ঞান ষোল আনা প্লাস।
চমৎকার কমেন্টসের জন্য থ্যান্কস্।।
১৫
171320
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
আমি মুসাফির লিখেছেন :


দাদারা স্বনির্বাচিত হাসিনার জন্য বড়ই পেরেসানী তেমনি এই ব্লগার ভাই জামাত এলার্জিতেও পেরেসানী। এরা মানুষ নামেরঅন্য এক জাত যার নাম আওয়ামী ।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
125677
মহি১১মাসুম লিখেছেন : মুসাফির সাহেব আপনার অন্য নাম দিব না। কষ্ট দিতে চাইনা।
তবে আপনিও কিন্তু এলার্জিমুক্ত নন।
ধন্যবাদ।।
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
151715
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : দাদারা স্বনির্বাচিত হাসিনার জন্য বড়ই পেরেসানী তেমনি এই ব্লগার ভাই জামাত এলার্জিতেও পেরেসানী। এরা মানুষ নামেরঅন্য এক জাত

যার নাম জঙ্গিবাদী--আওয়ামীলীগ ।
১৬
171328
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৬
আহমদ মুসা লিখেছেন : আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান অবৈধ সরকারের ফ্যাসিবাদী নাফরমানীর বিরুদ্ধে শুধু হরতাল কেন! যে কোন ধরনের প্রতিবাদী/প্রতিরোধী/প্রতিহতী আন্দোলন সংগ্রামের কর্মসূচী দিলে দেশের সংখ্যাগরিষ্ট জনগণ সাপোর্ট করবে। একবার অন্তত সুযোগ দিয়ে দেখুক লাইসেন্সধারী পোষাকী সন্ত্রাসীদের মাঠে ময়দানে এবং রাজপথে বিরোধীদের কর্মসূচীতে বাধা সৃষ্টি না করতে। তখন দেখা যাবে দেশের কি পরিমাণ মানুষ নিজের মৌলিক অধিকার আদায়ের জন্য রাজপথে জনসমুদ্রের শান্তিপূর্ণ জোয়ার সৃষ্টি করতে পারে।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৩
125681
মহি১১মাসুম লিখেছেন : আহমদ মুসা ভাই একটু অবিবেচক আবদার নয় কি? হেনকালে কোন সরকার দেখেছেন,তার বিরুদ্ধে আন্দোলন করার সব পথ খুলে দেয় ?
তবে এই কঠিনকে কঠিনভাবেই রুখতে হবে,আর না পারলে শেখ হাসিনাই শেষ কথা।
সরকারের স্টীমরোলারকে আপনাদের ব্যর্থতার জন্য দায়ী করলে-ব্যর্থতাই আপনাদের শেষ কথা হবে।
ধন্যবাদ।।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৭
125720
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নীতি কথার মানদন্ডে চিন্তা করলে আমার অবস্থান কোন অবস্থাতেই অবিবেচক হিসেবে স্বীকার করা যাবে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি ”গনতান্ত্রিক” পক্রিয়া কোন ভৌগলিক জনগোষ্টীর মৌলিক অধিকার পূরনের জন্য যথষ্ট কার্যকর কোন পদ্ধতি নয় তবুও যেহেতু বর্তমানে উন্নত বিশ্ব এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষমতার চেয়ারকে আকড়ে ধরার জন্য রাজনৈতিক দূর্বৃত্তরা ”গনতন্ত্র” বলেই চিল্লা চিল্লী করে থাকে সেই দৃষ্টোকোণ থেকে বিবেচনা করলেও জনগনের গনতান্ত্রিক অধিকার হিসেবে প্রত্যেক মানুষের করার ও বলার অধিকার স্বীকার করতেই হবে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ তো এখনো মূখে গনতন্ত্রের দোহাই দিয়ে থাকে। তাই বিরোধীদের সাথেও সেই দোহাইয়ের প্রমাণ দিতে হবে মুখের বুলিগুলোর অন্তত বুঝানোর জন্য।
বর্তমানে আমাদের দেশে একটি বিভ্রান্তি সৃ্ষ্টি সফলভাবে কার্যকর রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় সেযব ভিনদেশী গোলাম দাসী জবরদল পাথরের ন্যায় জনগনের উপর চেপে বসে আসে তাকে বৈধ হোক বা অবৈধ হোক সরকার হিসেবে স্বীকার করে নেওয়াই হচ্ছে মারাত্মক এক বিভ্রান্তি।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
125756
মহি১১মাসুম লিখেছেন : গ্যাঞ্জাম ভাই আপনার সাথে একমত- শতভাগ গনতন্ত্র কোথাও কার্য্যকর করা সম্ভব নয়।
বর্তমানে দেশে গনতন্ত্রের আকাল চলছে। গনতন্ত্র সরকারের মুখেও নাই আচরনেও নাই। আবার বিরোধী দলীয় জোটও অনুরুপ।
ধন্যবাদ।
১৭
171333
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনাকে একটু আঘাত দিয়েই বলতে হচ্ছে- আপনার এই লেখাটিই অবিবেচনা প্রসূত এবং পক্ষপাত দুষ্ট। ধন্যবাদ।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
125651
মহি১১মাসুম লিখেছেন : মোহাম্মদ লোকমান ভাই আপনাকে সর্বদা আমার লিখুনীর পাশে মতামত সহকারে পাই,এজন্য কৃতজ্ঞতা রইলো।
সত্যিই বলেছেন আমি নিরপেক্ষ নই।
তবে এই লিখাটির উদ্দেশ্য ছিল হরতাল দিয়ে জামাত রাজনৈতিকভাবে কতটুকু ফায়দা অর্জন করবে? নাকী জামাতকে একা পেয়ে সরকার তার স্টীমরোলার চালানোর সুযোগটা বেশী পাবে ? আমার বিবেচনায় হরতাল নয়,অন্য কর্মসূচী দিলে ভাল হতো। ভীন্নমত থাকতেই পারে। যদিও সব কর্মসূচীকে সরকার হার্ড লাইনে থেকে রুখবে। তাছাড়া পাকিদের জামাত প্রীতি জামাতকে ইতিবাচক পরিণতি দেয়না।।
বিচারকে বিবেচনায় নিয়ে পরবর্তীতে আসব।
আশারাখি দেখা হবে।।
১৮
172193
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪৯
চোথাবাজ লিখেছেন : আপনি হাল ছাড়বেন না। জামাতীরা হচ্চে অন্ধ দলবাজ।
এদের আব্বাজানের কথা ছাড়া কিছুই বুঝতে চায় না/
সাথেই আছি
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪০
126549
মহি১১মাসুম লিখেছেন : চোথাবাজ ভাই আপনিতো দেখছি সাহসী মানুষ,ব্লগের চারিদিকে ওরাইতো বেশী। দেখেন আবার টার্গেটে পরিণত হন কিনা !!
থ্যান্কস্ পাশে থেকে সাহস দেয়ায়।।
১৯
172529
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
ডাক্তার রিফাত লিখেছেন : হরতাল ছারা আর কিইবা করবে?আপনি দেখেছেন নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ন কর্মসুচিতেও হায়েনাদের আক্রমন কতটা নির্মম ছিলো!এরা আজ পাগলা কুত্তায় পরিনত হয়েছে।আর "পাকিস্তান সরকার ও পাকিস্তান জামায়েতের বিবৃতি"এর বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম কি করতে পারে?
ক্লিয়ার করলে খুশি হবো। Happy
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৭
126551
মহি১১মাসুম লিখেছেন : রাজশাহী ছাত্রলীগ সত্যিকার অর্থে ন্যাক্কারজনক কাজ করেছে।
রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনারও জানার কথা- মওদূদী সাহেবের সৃষ্ট জামাত একই নামে পাকিস্থান ভারত বাংলাদেশে কার্য্যকর আর পাকিস্তান রাষ্ট্রের সাথে জামাত ৭১ থেকে ঐতিহাসিক সম্পর্কে আবদ্ধ।
ধন্যবাদ ডাক্তার রিফাতকে।।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩২
126694
ডাক্তার রিফাত লিখেছেন : জ্বী আমি খুব ভালো করেই জানি।বাট এখন ২টি ২ রাষ্ট্রের দল।সেক্ষেত্রে তারা কি করতে পারে?বলবে যে আপনারা এই ধরনের কথা বলিয়েন না!!এগুলান আমাদের দলকে আরো কোন্ঠাসা করছে!হাও ফানি !!
২০
173868
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
আল্লাহ্ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর। [৬১-৪].

-আর তাদেরকে হত্যাকর যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুত: ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে জিহাদ করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে। তাহলে তাদেরকে হত্যা কর। এই হল কাফেরদের শাস্তি। [২-১৯১]
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৯
127708
মহি১১মাসুম লিখেছেন : ভাইজান এই জেহাদী তত্ত্বানুসারেই কী চলছে হত্যাযজ্ঞ। এই তত্ত্বসূত্র কী পেট্রোল বোমা হামলায় নিরীহ যাত্রী হত্যাকে অনুমোদন করে।।
ধন্যবাদ।
২১
179422
১৯ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১১
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
যতই ভণ্ডামি করেন, সত্যকে কখনো মিথ্যা বানানো যায় না,




১৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩০
132538
মহি১১মাসুম লিখেছেন : সন্ত্রাসীপনা পরিতাজ্য ও ঘৃণীত,এটা হল দখলে হউক বা হরতালে পেট্রোল বোমা পরিচালনায় হউক।
আসুন সমস্বরে ঘৃণা ও ধিক্কার জানাই।
ধন্যবাদ।।
২২
202129
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৬
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
***মহি১১মাসুম লিখেছেন : ভাইজান এই জেহাদী তত্ত্বানুসারেই কী চলছে হত্যাযজ্ঞ। এই তত্ত্বসূত্র কী পেট্রোল বোমা হামলায় নিরীহ যাত্রী হত্যাকে অনুমোদন করে।।***

ভাই, পেট্রোল-বোমা মেরে মানুষ মারছে জঙ্গিবাদী--আওয়ামীলীগের সক্রিয়-জঙ্গিরা,

আপনি কেন মুসলমানদের উপর দোষ দচ্ছেন ???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File