$$$$$ তোমার ভাবনায় $$$$$
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১১ জুন, ২০১৩, ০৮:০০:০৭ রাত
কত নির্ঘুম রাত আমি কাটিয়েছি
তোমার ভাবনায়।
কত রাত,কত সময় সে হিসাব আমি জানিনা।
শুধু ভাবি,তোমার ভাবনায় যদি ডুবে থাকা যেত
অনন্তকাল।
জানি, সে সুযোগ আমি পাবনা।![]()
বুকের ঐ মাঝখানটায় একটা যন্ত্রনা
আমি তোমাতে শান্তনা খুঁজি।
জানি,পৃথিবীর তাবত শান্তনা তোমার মাঝে।![]()
যখন, আমি ছিলাম খুবই অসহায়
পৃথিবীর আলো বাতাসের থেকেও দুরে
তুমিই আমাকে করেছ লালন,
দিয়েছ নিরাপত্তা।![]()
তারপর থেকে তুমি ছিলে আমার
প্রতিটা প্রদক্ষেপে,প্রতিটা মুহুর্তে।
এখনো আছ।
মায়া মমতায় আমাকে বেঁধে রেখেছ
হাত ধরে ঠেনে এনেছ তোমার পথে।![]()
কুরআনের জানালা দিয়ে আমি দেখেছি
পরবর্তী দুনিয়া,জেনেছি অতীত।
আমি ভাবনায় থাকি।
এ ক্ষনকাল জীবনে তুমি যেমনি ছিলে
তোমার রহম করম আর মমতা নিয়ে।
থাকবে কি পরবর্তী দুনিয়ার
অনন্তকালের জীবনে,
রাখবে কি তোমার কাছাকাছি
হে মালিক আমার।
![]()
বিষয়: সাহিত্য
২০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন