প্রিয় কবি ফররুখ
লিখেছেন লিখেছেন এম. এ. গালিব ১১ জুন, ২০১৩, ০৮:০০:৩৩ রাত
আয়রে ছেলে আয়রে মেয়ে
আয়রে তোরা আয়,
পূর্ণিমারই চাঁদ উঠেছে
সোনার এ বাংলায়||
কান্ডারীসম জ্বলে তার মুখ
যেন চাঁদের আভা,
সূর্যকেও হার মানালো
আয়রে দেখে যা||
লেখনীতে তার বর্জ্র ফোটে
হার মানে সব অন্যায়,
ভেসে যায় যত বিদ্রোহীসূত
তার কবিতার বন্যায়||
মায়ের কোলে ফুটফুটে শিশু
নাম হল ফররুখ,
তার কবিতার আহ্বানে
গর্জে শত যুবক||
বিষয়: সাহিত্য
৮৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন