এক সাগর রক্তের বিনিময়ে সাত কোটি বাঙালী কি এই বাংলাদেশ চেয়েছিল ???
লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ২৬ মার্চ, ২০১৩, ০৮:৩৩:২৪ সকাল
দলে দলে বিভক্ত হয়ে হানাহানি- মারামারি-কামড়া কামড়ির নাম যদি স্বাধীনতা হয় তবে আজ বাংলাদেশ খুব স্বাধীন ! বিশাল প্রতিবেশি দেশের সীমান্তরক্ষী বাহিনী দ্বারা প্রতিদিন সীমান্তে পাখির মত মানুষ মারাটাই যদি নিয়ম হয় তবে বাংলাদেশ আজ যথার্থই সার্বভৌম !! আর এদেশের চির-সবুজ মাটগুলো যদি সরকারী পুলিশ বাহিনীর শত শত মানুষ হত্যায় লাল হতে পারে তবে সমগ্র স্বাধীন-বাংলাদেশটাই আজ একখণ্ড বিশাল রক্তাক্ত-লাল-সুবুজের-পতাকা !!!
এক সাগর রক্তের বিনিময়ে সাত কোটি বাঙালী কি এই বাংলাদেশ চেয়েছিল ???
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন