দ্বিতীয় মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধাদের বস্তি- স্টাইল চুলাচুলি লাইভ ভার্সন !!!
লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ০৭ অক্টোবর, ২০১৩, ০১:০০:২৪ রাত
অমি রহমান পিয়াল একটা স্ট্যাটাস দেইখা খুব কৌতূহল হল - ঘটনা কি? দেখি অমি পিয়াল ইনিয়ে বিনিয়ে বলছেন যে, তিনি সুশান্ত গংদের কাছ থেকে কোর আই ৩ পিসি, কমপ্যাক ল্যাপটপ এবং অনেক টেকাটুকা নিলে ও তিনি সেইটা এমনি এমনি নেন নাই। লেখার বিনিময়ে নিয়েছেন। তাঁর নিজের জবানিতে
"আমার কিছু বন্ধু এবং সুহৃদ আচমকা বোধপ্রাপ্তি হয়েছেন। বোধপ্রাপ্তি মানে হুশে ফেরা। তারা দীর্ঘদিন যাবত অমি রহমান পিয়াল নামের এক বেকার গরীব মানুষকে অর্থ সাহায্য দিয়ে চালিয়ে রেখেছেন। এবং সেই সাহায্য ধারাবাহিক এবং টাকার অংকে নেহাত কম নয়। প্রথমেই বলতে হয়, সুশান্ত দাশ গুপ্তের কথা। আমার ব্লগের এডমিন তিনি। আমার অত্যন্ত দুঃসময়ে তিনি আমাকে সাহায্য করেছেন। সর্বশেষ গত ঈদের সময়। তার আগে অনেকবার, কয়েকশবার। আমার যে কোর আই থ্রি পিসিটা, সেটা সুশান্তর টাকায় কেনা। আমার যে কমপ্যাক ল্যাপটপ, সেটা সুশান্তর গিফট। তার অনুগ্রহ এতই যে বলে শেষ করা যাবে না। সেই ঋণ আসলেই শোধ হওয়ার নয়। এবং রিসেন্টলি আমি যখন জন্মযুদ্ধের জন্য অনুদান কালেকশনে নামলাম, তখন আমার পরিচিতদের একটা বড় অংশই হাত বাড়িয়েছেন, আমি তাদের কথা বলছি না যারা আমার উপর আস্থা রেখেছেন, আমি বলছি তাদের কথা, যারা আমার উপর আস্থা হারিয়েছেন। তাই অনুদান এখন হয়ে গেছে ঋণ এবং আমি হয়ে গেছি দেনাদার।
তবে এর চেয়েও কঠিন দাবিও হঠাৎ চোখে পড়লো। দাবি করা হচ্ছে আমার লেখালেখিগুলা পয়সা দিয়ে লেখানো হইছে। মানে দীর্ঘদিন যাবত ছাগুরা আমারে পেইড ব্লগার বলে যেই প্রচারণাটা চালাইছে সেট সত্য বলে সমর্থন করা হইছে, করছেন এমন একজন যারে আমি এই স্ট্যাটাসের শুরুতে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। কথাটা ওইখানেই। এমন কি কোনোদিন হইছে কেউ আমার কোনো উপকার করছে আর সেটা আমি স্বীকৃতি দিই নাই? অবশ্যই এমন হয় নাই, যেই বা যিনিই আমার জন্য করছেন তার কথা আমি অকুণ্ঠচিত্তে স্বীকার করেছি, এই লিংকটা আমার ব্লগের একটি পোস্টের যেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিলো: "
ঘটনা কি? ঘটনা আসলে বিরাট ইতিহাস !! কয়েক দিন আগে সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে আমাদের আমেরিকান 'স্মার্ট বয়' উপাধী প্রাপ্ত সাহেবজাদা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙ্গিয়ে বিশাল অঙ্কের টাকা মেরে দেওয়ার খবর বাজারে চাউর হয়। ফেসবুকে এবং ব্লগে এই নিয়ে বিশাল ক্যাচাল হয়। স্ক্রিনশটে সুশান্তের অধঃপতন দেখে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধারা (?) আরেকবার আশাহত হয় !! সুশান্তের মুখোশ উন্মোচনের এই স্ক্যান্ডালের নেপত্যে অমি রহমান পিয়াল এর হাত থাকতে পারে বলে সুশান্তের জোর বিশ্বাস।
দেখেন সামহয়ার ইনের লিঙ্ক http://www.somewhereinblog.net/blog/switch/29880874
এই স্ক্যান্ডাল সামাল দিতে বাজারে আইজুকে নামিয়ে দেয় সুশান্ত। কারণ অমি রহমান পিয়ালের জারিজুরি সবকিছু আইজু-সুশান্ত গং এর একেবারেই নখ দর্পণে। অমি পিয়াল জন্মযুদ্ধ নামে মুক্তযুদ্ধের উপর একটা আরকাইব/ওয়েবসাইট বানানোর নামে গত কয়েক বছর থেকে লোকজনের কাছ থেকে সমানে টাকা তুলেছেন। কিন্তু সেই সাইট আর রেডি হয় নাই। স্ক্রিনশটে আইজুর কমেন্টে দেখা যাচ্ছে, সুশান্ত বলছে যে, পিয়াল বলছিল কয়েক সপ্তায় সে সাইট টি আপ করতে পারবে কিন্তু কয়েক বছরে ও সেইটা হয়নাই ...... । আহারে বেচারা আশ্রম মামা !! যাদের জন্য করলা চুরি তারাই বলে চোর !!!
তবে এইসব নতুন না। শাহবাগ যে একটা টাকার খেলা ছাড়া আর কিছু ছিলোনা তা বারবার প্রমাণ হয়েছে। কয়েকদিন আগে মুক্তিযুদ্ধে মামা বাহিনীর কমান্ডার মুক্তিযুদ্ধা মামা ডাক্তার ইমরান এইচ সরকার এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুদের কোটি কোটি টাকা মেরে দেওয়ার কথা প্রকাশ্য মিডিয়ায় বলেছেন। দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেক লন্ডন প্রবাসী কমান্ডার (!) নিঝুম মজুমদারের সাভার ট্রাজেডি নিয়ে হাজার হাজার পাউন্ড চাঁদা তুলে তা নিজেই মেরে খাওয়ার কাহিনী ও বাজারে এসেছে। এরপর সুশান্তের খোদ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙ্গিয়ে খাওয়ার কাহিনী।
গালি আর খিস্তি খেঁউড় ছাড়া যে কথা বলতে পারে না সেই অমি রহমান পিয়ালের এই ডাঙায় পড়া মাছের মত অসহায় অবস্থা দেখে খারাপ (?) লাগছে। মজা দেখতে চাইলে তাড়াতাড়ি আইসা আমার মত চুপচাপ গ্যালারিতে বইসা থাকেন !!!
বিষয়: বিবিধ
৩২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন