আমার শবে-বরাত পালন !!!
লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ২৫ জুন, ২০১৩, ০৮:৪০:২২ সকাল
শবে-বরাতে বাংলাদেশকে খুব মিস করি! মসজিদে সবাই শিন্নি নিয়ে যেত। আর বড়রা যখন নামাজ নিয়ে ব্যস্ত তখন আমরা ছোটরা বাইছা বাইছা সবচেয়ে ভালো শিন্নি গুলো খাইয়া শেষ করে ফেলতাম। তারপর মহল্লার মসজিদে মসজিদে ঘোরা- হৈ হুল্লুড়- চিল্লা চীল্লী- ধাক্কা ধাক্কি- আহারে সেই সব দিন ! তবে হ্যাঁ, রাতের শেষ ভাগে মরহুম আত্মীয়-স্বজন-পূর্বসুরিদের কবরে গিয়া যখন মনের আবেগ মিশিয়ে দোয়া করতাম তখন সত্যিই এক তীব্র-ভালো-লাগার-শীতল-আমেজ শরীরের শিরা উপশিরায় অনুভব করতাম। মনে হত, আমি আমার না-ফেরার-দেশে-চলে-যাওয়া পূর্ব-পুরুষদের মাগফেরাতের জন্য যেন নিজের জানমাল সব কোরবান করে দেই! ইশ- প্রতিদিন যদি এইভাবে দোয়া করতাম !!
দেশে থাকতে শবে-বরাতের রাতে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতাম। । রমজানের ১৫ দিন আগে ঐ রোজাটা অনেকটা ট্রায়াল এর মত ! আগ থেকেই নিজেকে প্রস্তুত করা আর কি !! কিন্তু পূর্ব-লন্ডনে শবে-বরাত তেমন একটা মানা হয়না। বেদাত। তাই দেশের আবহ এই খানে পাওয়া যায়না। যাই হোক, আমার এক ছোটভাই দোলন জানালো সেও রোজা রাখবে। বললাম ঠিক আছে, আমারে সেহরির সময় ডাক দিও ভাই! আমি রুমে সজাগ আছি!
রাত আড়াইটায় দোলন আমারে সেহরির খাইতে ডাকল। দেখলাম টেবিলে ভাত- বিফ কারী- ডাল- সালাদ ! আমি বললাম দোলন ! ভাত খাব না। অন্য কি আছে ঝটপট বল ?
দোলন এবার দুধ-কলা-ব্রেড- স্ট্রবেরি জ্যাম দেখায়।
আমি বললাম, না । রুচি নাই। আর কি আছে?
দোলন এইবার তাঁর আর আমার জন্য দুইটা ছোট টেসকো হতে আনা ফ্লেভার্ড ন্যাচারাল ইয়গার্ট বের করল।
আমি এবার দোলনকে রীতিমত জেরা শুরু করলাম।
- দোলন, এই গুলা কবে কিনছ? ডেট আছে তো?
- ভাই, ঢাকনার উপরে এক্সপায়ারড ডেট দেয়া আছে। নিজেই চেক করেন প্লিজ।
(আমি আজকেই দোলনকে টেসকো হতে শপিং করে নিয়ে আসতে দেখেছি, তারপরও ঢাকনা উলটাইলাম। দেখলাম ডেট আরো এক মাস আছে।)
-দোলন, এই ইয়গার্ট কি হালাল?
- ভাই দেখেন ভেজিটেরিয়ান সাইন (v) দেয়া আছে। তাই ১০০% হালাল।
- ভেরি গুড ! লেট'স ............... আরে না না। জাস্ট ওয়ান কুয়েসচন!! টেসকো মদ বেচে না?
- হ্যা বেঁচে। তাইলে কি আপনি খাবেন না? (দোলন এইবার চরম বিরক্ত)
- আহহা দো-ল-ন ! চিন্তা করে দেখ। মদ বেচার টাকা দিয়া এরা ইয়গার্ট বানায়......... ব্লা ব্লা ব্লা....
(আমি বকবক করতেছি আর ত্যাক্ত-বিরক্ত-দোলন ইয়গার্ট খাইয়া শেষ করে এবার অরেঞ্জ জুস ধরে)
আসলে প্রকৃত ঘটনা হইল- গতরাতে বাসায় ছোটখাট একটা পার্টি ছিল। হ্যা শবেবরাত উপলক্ষে। খাওয়াদাওয়া শেষ হয় রাত সাড়ে বারোটায়। তাই রাত আড়াই টায় ভরা পেটে আবার সেহরি খাওয়ার অবস্থায় ছিলাম না। জাস্ট দোলনকে সঙ্গ দেওয়ার জন্য কিচেনে গেসিলাম। আহারে বেচারা !
বিষয়: বিবিধ
২২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন