বাম-রঙ্গ !!!

লিখেছেন লিখেছেন হিফজুর রহমান ২২ মার্চ, ২০১৩, ০৭:০৪:০১ সকাল

ওয়ান্স আপন এ টাইম, তিন জিগরি দোস্ত, একজন আওয়ামী লীগ, একজন বাম দল, আর একজন জাতীয় পার্টি। তিনজনই বসম ফ্রেন্ড। একত্রে সব অপকর্ম করেন। লন্ডন আইসেন তাঁরা ফুর্তি করতে। এর মধ্যে একদিন বাসায় লুকিয়ে আনা মদ পান করে তিনজন রাতের লন্ডন নগরীতে ফুর্তি করতে বেরিয়েছেন। নাইট ক্লাবে খেমটা নাচ দিয়া, জুয়ার ঘরে বান্ডিল বান্ডিল অবৈধ টাকা উড়াইয়া দিয়া শেষ রাতে এক পাবে মদ খাইতে গেসিলেন। কিন্তু ডোজ বেশী পড়ে যাওয়ায় তাঁরা মাতাল হইয়া নানা হাঙ্গামা শুরি করিয়া দিসিলেন। পরে মাতালাবস্থায় পুলিশ তাঁদের রাণীর আদালতে ধরে নিয়ে গেল। বিচারে তাঁদের ২০টি বেত্রদণ্ড দেয়া হলো। তাঁরা আপীল করলেন। আপীল শোনেন বিলেতের রানী। শুনানির দিন তাঁর জন্মদিন। সে কারণে বললেন, তোমাদের একটি ইচ্ছা পূরণ হবে তবে বেত্রদণ্ড বহাল। জাতীয় পার্টিকে বললেন কী চাও? জাতীয় পার্টি বললেন, পিঠে একটি বালিশ চাই। তার পিঠে বালিশ দিয়ে বেত্রদণ্ড শুরু হলো। কয়েকটি বেত্রাঘাতের পর বালিশ ফেটে রক্তারক্তি কাণ্ড। হাসপাতালে নেয়া হলো তাঁকে। আওয়ামী লীগে জাতীয় পার্টির এই দুর্দশা দেখে সে থেকে শিক্ষা নিয়ে বললেন, পিঠে তিনি দুটি বালিশ চান। ১০টি বেতের পর তাঁরও একই অবস্থা। তাঁকেও হাসপাতালে নেয়ার অবস্থা। এসব দেখে ছোটখাট গড়নের বামদল বললেন, আওয়ামী লীগ আমার অনেক দিনের বন্ধু। তিনি আমাকে এক তরফা ভাবে অনেক কিছু দিয়েছেন। কিন্তু কিছুই ফিরিয়ে দিতে পারিনি। ফিরিয়ে দেয়ার মত কিছু ছিল ও না অবশ্য আমার ঝুড়িতে। আজ সুযোগ এসেছে। সে সুযোগ কাজে লাগাবো। তাঁকে কাছছাড়া করতে চাই না। তাঁকেই আমার পিঠে বেঁধে দিন।

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File