২৫ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড একই সুত্রে গাঁথা

লিখেছেন লিখেছেন প্রজাপতি ০২ মার্চ, ২০১৩, ০৫:১২:২৪ বিকাল

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটে যায় পিলখানা ট্র্যাজেডি । ঠিক তিনদিন পর ২৮ ফেরুয়ারি ২০১৩ সালে ঘটে যায় বাংলাদেশের ভয়াবহ গণহত্যা । উভয় হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয় প্রত্যক্ষ মদতে । নিহত তত্কালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদর কণ্ঠে তারই প্রতিধ্বনি হচ্ছে । তিনি বলেছেন, রাজনৈতিক প্রটেকশন ছাড়া পিলখানায় এত বড় ঘটনা ঘটতে পারে না। আর ২ দিন আগে ঘটে যাওয়া গণহত্যার প্রত্যক্ষ সাক্ষী হল বাংলার ১৬ কোটি মানুষ । রাকিন আহমেদ বলেছেন, যারা পিলখানায় সেনাবাহিনীর ৫৭ অফিসার খুন করতে সহযোগিতা করেছে, তারাই খুনিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি লন্ডনে আমার দেশ-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে রাকিন আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, হত্যাকাণ্ডের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন; তাই তিনি সেদিন পিলখানা যাওয়ার কর্মসূচি বাতিল করেন। প্রধানমন্ত্রী খুনিদের সঙ্গে সমঝোতা করেছেন। তিনি বলেছেন, বিদ্রোহ দমনে সেনাবাহিনী না পাঠানোর কারণ হিসেবে শেখ হাসিনা ও তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে একে অপরকে দায়ী করেছেন। কিন্ত ২৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এই গণহত্যার জন্য প্রধানমন্ত্রী কাকে দায়ী করবেন ? নিশ্চয়ই তিনি জামাত কে দায়ী করবেন । তিনি যাই বলুক না কেন বাংলার মানুষ জানে কারা পিলখানা ট্র্যাজেডি ঘটিয়েছে । কারা ২৮ ফেব্রুয়ারি জঘন্য বর্বর গণহত্যা ঘটিয়েছে ? এসবের বিচার বাংলার জনগন করবে। বাংলার ঘুমন্ত মানুষ জাগ্রত হয়েছে । টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বাংলার জনগণ ফুঁসে উঠেছে । আর রক্ষা নেই এই জালিম সরকারের ।

২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যকাণ্ডের বিষয়ে তার অনুভূতি জানতে চাওয়া হলে ওই ঘটনায় বাবা-মাকে হারানো রাকিন আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তার দুই চোখ বেয়ে অঝর ধারায় পানি ঝরছিল। তেমনি আজ ১৬ কোটি মানুষের চোখের অশ্রু অঝর ধারায় ঝরছে অনবরত । কার কারণে এসব হত্যাকাণ্ড ? কাকে খুশি করার জন্য এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে বাংলাদেশ সরকার ? ১৬ কোটি মানুষের কাছে এর জবাব অবশ্যই বর্তমান প্রধানমন্ত্রীকে দিতে হবে । মা, বাবা, ভাই ও বোন হারানোর বেদনায় নিয়ে আজ অনেকে নিবৃত্তে নিরবে কান্না করছে । মিডিয়া গুলো দেখে না এই নির্মম হত্যাকাণ্ড। অথচ বিশ্বের বিভিন্ন মিডিয়া এই গণহত্যাকে বাংলাদেশের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি বলে উল্লেখ করেছেন । ফুল ফুটোক আর নাই ফুটোক বসন্ত বাংলার মানুষের মনে দলা দেয় । তেমনি এক শ্রেণির মিডিয়া যতই আড়াল কারুক এই গণহত্যার ভয়াবহ চিত্র; বাংলার মানুষ দায়ী করছে শাসকগোষ্ঠীকেই আর মিডিয়ার এই নির্লজ্জ কাজকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডিতে আমরা হারিয়েছি ৫৭ জন মেধাবী ও চৌকস সেনা কর্মকর্তাকে । আর ২৮ ফেব্রুয়ারি হারিয়েছি প্রায় ৯০ জন সৎ ও একনিষ্ঠ দেশপ্রেমিক ।

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File