বাংলার মানুষের জন্য অসাধারণ একটা সাইট "বাংলা ফ্যামিলি "

লিখেছেন লিখেছেন প্রজাপতি ২৭ মার্চ, ২০১৩, ০১:০১:৪০ দুপুর

না দেখলে খুব মিস করবেন । অসাধারণ এক সাইট বাংলা ফ্যামিলি । চ্যাট , ব্লগ সহ আরও অনেক কিছু ।

কয়েকদিন আগে বাংলাদেশের ব্লগিং জগতে যুক্ত হলো আরেকটি ‍নতুন নাম “বাংলা ফ্যামিলি” ; এখন পযন্ত প্রতিদিন গড়ে ১০,০০০ জনের উপরে এই ব্লগটিতে ভিজিট করছে এবং নিবন্ধিত হচ্ছে । খুব অল্প সময়ে ব্লগটি সামু, সোনার বাংলা সহ বাংলাদেশের অন্যান্যা জনপ্রিয় ব্লগের মতো জনপ্রিয়তা লাভ করবে বলে মনে হচ্ছে । তাই সকল ব্লগারদের “বাংলা ফ্যামিলি” তে লেখার আমন্ত্রন জানাচ্ছি।

বাংলা ফ্যামিলিতে রয়েছে বিভিন্ন ধরনের ফিচার । ফোরামের পাশাপাশি রয়েছে ব্লগ । ব্লগ এ লিখে অন্নেক মজা । আপনি কোন লেখাকে বড় বা ছোট করতে পারবেন । বোল্ড, ইতালিক, আন্ডারলাইন , কালার করা তো রয়েছে । আরও কত কি !!!

এই তো বললাম ব্লগ পোস্ট করার ক্ষেত্রে । আপনি কমেন্ট করবেন তাতেও রয়েছে অনুরূপ অপশন। এই ছাড়া আপনি কমেন্ট ভুল করে কারো লজ্জা পেতে হবে না । কারণ এখানে রয়েছে এডিট অপশন ।

আপনি যা কিছু পোস্ট করেন , কমেন্ট বা ফোরাম পোস্ট করেন সবকিছু এডিট করতে পারবেন ।

সবচেয়ে মজার ব্যাপার হল আপনি যদি কোন সমস্যায় পড়েন তাৎক্ষনিক সমাধান করতে পারবেন । কারণ এতে রয়েছে মুক্ত চ্যাট ও ব্যক্তিগত চ্যাট ।

এক নজরে বাংলা ফ্যামিলি এর বৈশিষ্ট্য সমূহ:

০১. এই ওয়েবসাইট এ পোস্ট করার জন্য ২ টি অপশন আছে ফোরাম, এবং ব্লগ।

০২. একসাথে ২৫০ জন চ্যাট করতে পারবেন ।

০৩. আপনি ইচ্ছা করলে প্রাইভেট চ্যাট করতে পারেন।

০৪. ওয়েবসাইট টি ৯টি কালার এ ব্যাবহার করতে পারবেন।

০৫. ব্লগটিতে ফেসবুক এবং টুইটার দিয়েও সাইন আপ করা যাবে।

০৬. এখানে ফ্রেন্ড অ্যাড এবং ম্যাসেজ সেন্ড করার সুবিধা পাওয়া যাবে।

০৭. রেডিও শুনতে পারবেন ২৪ ঘণ্টা ।

আর দেরি না করে এখনি ঘুরে আসুন

Click this link

আপনি শুনতে পারবেন রেডিও । আমি নিজে শুনলাম । অসাধারণ !!! দেশের সব রেডিও চ্যানেল তো রয়েছে । আরও রয়েছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক রেডিও চ্যানেল ।

আপনার জন্য রয়েছে ৯ টি কালার । যা আপনি নিজের মতো করে ব্যাবহার করতে পারবেন ।

এছাড়াও আরোও অনেক সুবিধা সহ একটি ভাল ব্লগের যেসব সুবিধা থাকে তার সবই পাবেন “বাংলা ফ্যামিলি” তে। তাই সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একবার হলেও ঘুরে আসুন “বাংলা ফ্যামিলি” থেকে ।

চলুন সবাই মিলে "বাংলা ফ্যামিলি" ঘুরে আসি ।

আর বাংলাকে ছড়িয়ে দিই সব জায়াগায় ।

Click this link

বিষয়: বিবিধ

১৬০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File