তোমার অপেক্ষায় কাটে দিন
লিখেছেন লিখেছেন প্রজাপতি ২১ মার্চ, ২০১৩, ০১:৪৭:২৯ রাত
কখনও বন্ধু কষ্ট দিতে চাই নি,
শুধু আপন করে নিতে চেয়াছি।
জানি না পেরেছি কি না,
তবে আশাহত মোটেও হই নি।
রাত শেষে দিন আসে,
সূর্যের আলোর জিলিক পরে সারা বেলা ।
তারই মাঝে খুঁজে বেড়াই,
দু চোখ মেলে তোমার ছায়া ।
বন্ধ তুমি আছো কোথায় ?
জানি ফিরবে তুমি একদিন।
হুম, তুমি কখন আসবে ফিরে?
সেই অপেক্ষায় কাটে আমার দিন !
বিষয়: সাহিত্য
১৬৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন