চাঁন্দের গায়ে আল্লামা সাঈদী!!! আমি বিশ্বাস করি না।
লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ মার্চ, ২০১৩, ০৫:০০:২২ বিকাল
বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি জানিনা তবে এটা বুঝতে অসুবিধা হয়নি যে এমন অতিমানবীয় ছবি দেখে বিভ্রান্ত হওয়ার কোন যু্ক্তি নাই।
আমরা যদি সাধারণ প্রজেক্টর দিয়ে ল্যাপটপে রক্ষিত ছবিকে বড় পর্দায় প্রদর্শণ করতে পারি তাহলে শক্তিশালী লেজার রশ্মীর মাধ্যমে চাঁদের গায়ে ফোকাস মেরে সাঈদীর ছবি প্রদর্শণ করা কি অসম্ভব?
'র' বা মোসাদ চত্রু এগুলো করে যদি বিষয়টাকে খেল করে তাহলে বুঝতেই হবে ইসলামী আন্দোলনের লোকেরা এখনও বৈজ্ঞানিক যুক্তির চেয়ে বেশী আবেগী।
আশা করি যারা এ পর্যন্ত ছবিটার পক্ষে লিখেছেন এবং শেয়ার করেছেন তারা ভেবে দেখবেন এবং যারা এ ব্যাপারে বেশী জ্ঞান রাখেন তারা ব্যাখ্যা দিবেন।
বিষয়: বিবিধ
২৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন