আল্লামা দেলেওয়ার হোসাইন সাঈদী'র মুক্তির জন্য প্রতিটি জেলা উপজেলায় পর্যায়ে সাঈদী মুক্তি মঞ্চ গড়ে তুলুন।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ০৭ মার্চ, ২০১৩, ০৩:৩৫:২৩ রাত
আল্লামা দেলেওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যে মামলায় সাজানো রায় দিয়েছে আওয়ামী ট্রাইব্যুনাল-১।
এই রায় আমরা কোনভাবেই মানি না। সাঈদী'র মামলা গুলো সাজানো, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এইটা প্রমাণিত।
রাস্তায় জামায়াত-শিবির সহ সাঈদী ভক্ত সাধারণ জনগণ এমন আন্দোলন শুরু করছে যে আন্দোলনে সরকারের অনেকেই দেশের বাইরে যাওয়ার টিকেট করে ফেলছে।
ওরা রাস্তা ছাড়বে না। সাঈদীর মুক্তি না দেওয়া পর্যন্ত ওরা রক্ত দিবে কিন্তু রাস্তা ছাড়বে না। আজ থেকে বিএনপিও হয়ত রাস্তায় থাকবে।
বগুড়া, ফেনী সহ বিভিন্ন জায়গায় সাঈদীমুক্তি মঞ্চ হয়েছে। যেখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড় ছিল।
এইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশে সাঈদী মুক্তিমঞ্চ গড়ে তুলতে পারলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।
এই ব্যাপারটি ভেবে দেখার জন্য জামায়াত-শিবিরের দায়িত্বশীলদের প্রতি জোর দাবি জানাচ্ছি।
কেন্দ্রীয়ভাবে স্থানীয় দায়িত্বশীলদের এই ব্যাপারে দিক-নির্দেশনা দিতে পারে যাতে স্থানীয় নেতৃবৃন্দ মুক্তিমঞ্চ গঠনে সচেতন ও দায়িত্বশীল হয়।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন