দায়ভার কার?
লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ৩০ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৫:৫৬ রাত
কেন আজকের "মার্চ ফর ডেমোক্রেসি" সফল হলো না??
আজকের সমাবেশ বা অভিযাত্রা উদ্দেশ্য শক্তি প্রদর্শন নয়, গণতন্ত্র রক্ষার তথা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার।
কিন্তু সে সমাবেশ কার্যত ব্যর্থ। কেন হলো? বিএনপির মত দল কেন ২ লক্ষ মানুষ এক জায়গায় সমবেত করতে ব্যর্থ হয়েছে?
না বিএনপি বা ১৮ দল জনবিচ্ছিন্ন হয় নাই, জনগণ সমর্থন দিচ্ছে। তারপরেও ব্যর্থতার দায়ভার কাদের?
অবশ্যই হাইকমান্ডের। তৃণমূল নেতা কর্মীদের সঠিক দিক নির্দেশনা দিতে পারেন নাই বিএনপির হাইকমান্ড।
সমাবেশ সফল করতে ১৮ দলের মধ্যে কোন সমন্বয় ছিল না।
সমাবেশ কার্যকর করতে কোন পরিকল্পনায় করেন নি।
যেখানে অস্তিত্বের লড়াই সেখানে সব নেতা কর্মীদের সঠিক নির্দেশনা প্রদান পূর্বক সমন্বয় সাধন অতীব জরুরী। বেশ কয়েকটি প্ল্যান নিয়ে এগুনো উচিত। একটা প্ল্যান মিস হলে সাথে সাথে অন্য প্ল্যান বাস্তবায়ন করার জন্য যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা উচিত ছিল তার কোনটায় বিএনপি করতে পারে নাই।
জামায়াতের দায়ভার বিএনপি নিবে না - এই ধরণের বেফাঁস মন্তব্য মার্চের আগে করাটা কোন ধরণের যৌক্তিক পর্যায়ে পড়ে না। এতে ১৮ দলের মনোবলে আঘাত লাগছে যার কারণে আজকে জামায়াত যতটা সক্রিয় হওয়ার কথা ছিল ততটা সক্রিয় হয় নাই।
জামায়াতও ষ্পষ্ট ভাষায় জানিয়ে দিছে - বিএনপি মাঠে থাকলেই জামায়াত মাঠে নামবে। নয়ত নামবে না।
বিএনপি মাঠে নামবে কিভাবে উনাদের বড় সারির নেতারা তো লুকিয়ে ভিডিও পাঠান। যারা মাঠে নামলে রুট লেভেলের কর্মীরা নামবে সে তারাই মাঠে নামে না।
ঢাকায় জামায়াতের ৭০ হাজার নিবন্ধিত কর্মী আছে। নিশ্চয়ই বিএনপির ১ লক্ষ ৪০ হাজার আছে। সর্বমোট ২ লক্ষ ১০ হাজার নেতা কর্মী আজ সমবেত হতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে সময় লাগত না।
কেন এই ২ লক্ষ ১০ হাজার নেতা কর্মী মাঠে নেই? ভুল গুলো কি কি? ভুল গুলো কার কার?? হিসেব করতে বসে যান। সময় নেই। ভুল শুধরে উলটা কামড় দিতে পারলেই সফলতা আসবে।
ভিডিও বার্তায় সফলতা আসবে না।
বিষয়: রাজনীতি
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন