মাহমুদুর রহমান প্রসঙ্গ
লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ১১ এপ্রিল, ২০১৩, ০২:৩৯:৩৩ দুপুর
একটি পরিবার যখন পরিবারের ছেলে বা মেয়েকে বিয়ে দিতে প্রস্তুতি নেয়, তখন কিছু মানুষ ওখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যায়,
একটি মানুষ কোন ব্যবসা শুরু করতে গেলে ওখানেও কিছু মানুষ প্রতিপক্ষ বনে যায়,
এক দল মানুষ ডাকাতি করতে গেলেও কিছু মানুষ প্রতিপক্ষ হয়।
কাজটা ভাল বা মন্দ হোক, প্রতিপক্ষ অবশ্যই থাকবে।
প্রতিপক্ষ থাকাটাই আমাদের সমাজে খুবই স্বাভাবিক, না থাকাটা একধরণের ভয়ঙ্কর অস্বাভাবিক।
প্রতিটি কাজে প্রতিপক্ষকে সুকৌশলে এড়িয়ে গিয়ে যে যার কাজ আদায় করে নেয়।
হ্যা খারাপ কাজ গুলো কৌশলের চেয়ে বলপ্রয়োগ বেশীই হয়।
এই মুহুর্তে আমাদের সরকার বলপ্রয়োগ করছে, তাহলে আমরা বুঝে নিতে পারি কাজটা খারাপ।
ভাল কাজ হলে কৌশলে মোকাবেলা করতেন। খারাপ কাজ বলেই যুদ্ধ করছেন।
কাল প্রধানমন্ত্রী আপ্যায়ন ব্যয়ের প্রতিবেদন প্রকাশ করাতে আজ মাহমুদুর রহমান গ্রেফতার।
সহজ সমীকরণ।
লাগাতার হরতাল চাই, দেশ আবার স্বাধীন করতে হবে।
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন