ডাঃ ইমরান এইচ সরকারকে ব্লগার না বলার আহ্বান

লিখেছেন লিখেছেন বিদ্রোহী আত্মার আর্তচিৎকার ০২ মার্চ, ২০১৩, ০১:০৬:৪০ দুপুর

শাহবাগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে একটি ব্লগার গ্রুপ।

যে গ্রুপে অমি,আসিফ,আরিফ দের সাথে আছে ইমরান নামক সাবেক ছাত্রলীগ নেতা।

বর্তমানে অন্য সবাইকে ছাপিয়ে ইমরান ফ্রন্টলাইনে। তার নির্দেশেই শাহবাগ এগিয়ে যাচ্ছে যা বুঝতে বুদ্ধিজীবি হওয়া লাগে না। অনেকটা ওপেন সিক্রেট ব্যাপার।

বিভিন্ন মিডিয়াসহ অন্যান্যদের কাছে আমার বিনীত অনুরোধ ডাঃ ইমরান এইচ সরকারকে ব্লগার বলে ব্লগারদের অপমান করবেন না। কারণ -

ইমরান এইচ সরকার তার গত জীবনে কোনদিন ব্লগে আসেন নাই কোন ব্লগ তিনি লিখেন নাই


সামহোয়্যার ব্লগের কর্মকর্তা বক্তব্য -

ইমরান এইচ সরকার যে ব্লগ লিখত এমন কোন তথ্য আমাদের জানা নেই।


তিনি অমি ও আসিফ দের ব্যাপারে -

অমি ও আসিফকে অতি আওয়ামীপন্থী আচরণের জন্য বেশ কয়েকবার সতর্ক করা হয়েছিল।


তাই সবাইকে অনুরোধ করব -

ডাঃ ইমরান এইচ সরকারকে ব্লগার না বলে সাবেক ছাত্রলীগ নেতা বলুন।

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File