কবিতা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২১ মার্চ, ২০১৫, ০৯:০৩:২৩ রাত
কবিরা লিখেনা এখন কবিতা,
সংসদে আছেন মোদের ববিতা।
মমতাজের গানে গানে,
সাংসদ নাচে তালেতালে।
কবিতা আসে এখন আর কি কাজে ?
নাইকা গাইকার রুপে,
সংসদ এখন অপরূপ সাজে।
নিরবে কবিরা কাঁদে !!!
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গতকাল যা আপনার পরামর্শ ছিলো তার আজ আপনার কাজ.....
ঠিক বুঝলাম না। কি বুঝাতে চাইলেন! সংসদে গায়িকা নায়িকা আছে, তারা নাচানাচি করে বুঝলাম, কিন্তু কবিরা কাঁদবে কেন? সংসদের সাথে কবিদের কি সম্পর্ক?
কাপুরুষ সব হয়েছে বির,শিয়ালরা ব্যাঘ্র!!
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন