মোল্লা কবিরের ফাঁসি চাই!

লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ২১ মার্চ, ২০১৫, ১০:৩৭:৫৭ রাত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দলকে সমর্থন করায় শিল্পী কবির সুমনের ফাঁসি দাবি করেছে বিজেপির আদর্শিক সংগঠন আরএসস!গতকাল আরএসএস তাদের এফবি পেজে লিখেছে- "স্বামীজি ঠিকই বলেছিলেন,মসলমানের গর্ভ থেকে একটা বাচ্চা প্রসব হওয়া কিংবা হিন্দু থেকে ইসলামে চলে যাওয়া শুধু একটা মসলমানই বৃদ্ধি পাওয়া নয়,হিন্দুর একটা শত্রু বৃদ্ধি পায়।"

এরপর ওরা লিখেছে-গত কদিনে বাংলাদেশিরা আমাদের সাথে যে নিকৃষ্ট আচরণ করেছে তাতে এতক্ষণে বাংলাদেশের মসলমানদের সাথে যুদ্ধ লেগে যাওয়ার কথা।সেখানে এই দেশদ্রোহী মোল্লা কবীর বলছে-সে বাংলাদেশের জয় চায় ভারতের বিপক্ষে! এ কি সহ্য করা যায় একজন ভারতীয় হয়ে?

...দেশদ্রোহীতার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।তৃণমূল,বাম কিংবা বিজেপি,কংগ্রেস সবাই এক হোন অন্তত এই দেশদ্রোহীটার বিরুদ্ধে।এটা আমাদের সমগ্র জাতির লজ্জা যে-কবীর মোল্লা এখনো ভারতের মাটিতে নিশ্বাস নিচ্ছৃ।এখনই এই দেশদ্রোহী মোল্লার নাগরিকত্ব কেড়ে নিয়ে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হোক।এটা সমগ্র ভারতবাসীর দাবি।শেয়ার করে সবাই ছড়িয়ে দিন।"

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310312
২১ মার্চ ২০১৫ রাত ১০:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : কবির মোলাতো শুধু নয়! ভিভিএস লক্ষণওতো সমালোচনা করেছিল, কই তাকেতো মোল্লা বলে গালি দেয়া হচ্ছে না! ও সে হিন্দুতো তাই! আজব বটে!
২১ মার্চ ২০১৫ রাত ১১:৫৯
251349
সরোজ মেহেদী লিখেছেন : কবির সুমন বাংলাদেশ দল জিতলে খুশি হবেন জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন।
আর ভারতীয়রাা নানা কারণে এ শিল্পীর উপরে ক্ষ্যাপা।
310320
২১ মার্চ ২০১৫ রাত ১১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হাহাহা!!!
নাম চট্যোপাধ্যায় ও তাদের কাছে মোল্লা!!!
২২ মার্চ ২০১৫ রাত ১২:০০
251350
সরোজ মেহেদী লিখেছেন : কবির সুমন একজন ধর্মান্তরিত মুসলমান।তবে তিনি ধর্ম পরিচয়টাকে বড় করে দেখেন না।
310343
২২ মার্চ ২০১৫ রাত ০১:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা হলে ফাঁসি দাবী না করলেও বিচার দাবী করতাম! ভারতের খেয়ে বাংলাদেশের পক্ষে বলবেন কেন?

আমি বাংলাদেশী হিসাবে বাংলাদেশকে সাপোর্ট করবো। ভারতকে সাপোর্ট করব কেন?
২২ মার্চ ২০১৫ সকাল ০৫:১৯
251396
সরোজ মেহেদী লিখেছেন : আসলে কবির সুমনদের মতো কিছু মানুষ আজও ভাষার ভিত্তিতে সবকিছু বিবেচনা করেন।তার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে ১১জন বাঙালি খেলছে। আর আপনার বিশাল একটি সংখ্যা ভারত-বাংলাদেশ খেলায় ভারতকে সাপোর্ট করে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File