নানা বাড়ির পাগল আইওস আলী ও ড.(??) হাছান মাহমুদ ) )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ জুলাই, ২০১৪, ০৬:৫৪:১২ সন্ধ্যা
মায়ের সাথে নানা বাড়ি গেলেই মায়ের আপন ভাই মামুনের সাথে চলতাম । উনি প্রায় আমার সমবয়সের সমবয়সের হওয়ায় নানা বাড়ি গেলেই মামার সাথে বেশি সময় পার হত। মামার সাথে মাজে মধ্যে উনাদের স্থানীয় বাজারে যেতাম। উনাদের স্থানীয় বাজারের নাম দাসুরা বাজার ওই বাজারে এক পাগল ছিল নাম আইওস আলী। আইওস আলীকে কখন ফ্রি মোখে অর্থাত কথা বলা ছাড়া পাওয়া যেত না ,সব সময় কথা বলতেন কখনো শালীন কখন অশ্লীল । উনার কথায় এলাকার মানুষ কিছু মনে করত না বা করার কথা ও নয় বরং এলাকার দুষ্ট ছেলরা মজা করত। মামার সাথে বাজারে গেলেই আমি মনে মনে আইওস আলীকে খোঁজতাম। কখনো দেখা হয়েগেলে কিছুক্ষণ অর পেছনে চলতাম কথা শুনার জন্য মামা অবস্য বাধা দিতেন কিন্তু আমি মামার কথায় কান দিতাম না ।
পাগলের কথায় মজা নেওয়া যায় কিন্তু গুরুত্ব দেওয়া যায় না। পাগলে কি বলেছে সেটা নিয়ে কিছু সময় ফুর্তি করা যায় অবাক হওয়া যায় না।পাগলের একটা পরিচয় হলো সে যা বলবে সেটা অন্যকে নিরবে শুনা।
কিন্তু আমাদের দেশের ততাকথিত এমপি মন্ত্রীরা কেন জানি দাসুরা বাজারের আইওস আলী হয়েগেছেন ।
গাজায় হামলার ঘটনায় ইসরায়েলি ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার জাতীয় গণগন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দানকালে তিনি বলেন।‘গাজায় হামলাকারী ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ থাকতে পারে।
ড.(??) হাছান মাহমুদ আইওস আলীর পথ কনেও যে নিলেন জানি না তবে তা বুঝেছি উনার কথায় কেউ রাগ করে না মাথা গমে না তবে মজা করে আমার ও অনেক মজা লেগেছে তার ফালতু মার্কা কথায়।
বিষয়: বিবিধ
১৮৬০ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামী লীগের মাঝারি লেভেলের কাউকে মন্ত্রীত্ব বাগাতে হলে বা মন্ত্রীত্ব ধরে রাখতে হলে খালেদা জিয়া তথা বিএনপির কুতসা গাওয়া মাস্ট ।
হাহাহাহাহা
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
-হাসান মাহমুদ
গাঞ্জার ডিলারদের সাথে সম্পর্ক আছে আওয়ামী পাগলদের।
-টুডে ব্লগের ব্লগারবৃন্দ
ছাগলে কিনা খায়
বোধ হয় ডক্টর অফ গাঞ্জা টানিয়া গাঁজাখুরি গপ্প তৈরি!
মন্তব্য করতে লগইন করুন