নিছের এই লেখাটির সাথে একাত্মতা প্রকাশ করে -- আসুন একটি কালো পতাকা উড়াই-- Bring it On Bring it On Bring it On

লিখেছেন লিখেছেন এবেলা ওবেলা ২০ জুলাই, ২০১৪, ০৭:২৭:২৬ সন্ধ্যা



ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে আপাতত ঘৃণা প্রকাশ ছাড়া আর কিইবা করার আছে। বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে সারা দেশে প্রিয়দলের পতাকা উড়িয়েছেন সবাই। এবার আসুন ইসরায়েলি বিমান হামলায় যে শত শত নিরাপরাধ মানুষ মারা যাচ্ছে তাদের স্মরণে অন্তত একটি কালো পতাকা উড়িয়ে দেই। মানুষ দেখুক বাংলাদেশের আকাশে কালো পতাকা উড়ছে ইসরায়েলি বর্বরতা বিরুদ্ধে। এজন্যে আপনাকে মৌলবাদী হবার কোনোই প্রয়োজন নেই।

আপনি ঈদ উৎসব করছেন, বাচ্চাদের জন্যে জামা কাপড় কিনছেন, আরো কিনুন, আপনার ঈদ আপনারই থাকবে, শুধু এক খন্ড কালো পতাকা উড়িয়ে সবাইকে জানিয়ে দিন ইসরায়েল যা করছে তা কোনো যুদ্ধ নয়।

ইহুদি লেখক নোয়াম চমস্কি পর্যন্ত বলছেন গাজায় ঠান্ডা মাথায় মানুষ খুন হচ্ছে। নিরস্ত্র মানুষকে ঘর থেকে বের করে দেয়া হচ্ছে। বিমান থেকে লিফলেট ফেলা হচ্ছে যাতে লেখা আছে ফিলিস্তিনিরা সরে যাও। ওসব ঘরবাড়িতে অতীতের মত ইহুদীদের বিশ্বের বিভিন্ন স্থান থেকে ডেকে এনে ঢুকিয়ে দেয়া হবে।

একটি কালো পতাকা আপনার প্রতিবেশির চোখে পড়বে। পাড়ায় পাড়ায় মহল্লা থেকে মহল্লায় প্রশ্ন সৃষ্টি করবে কেন এই কালো পতাকা। তারা জানেন ইসরায়েলিরা কি করছে গাজায়। যারা জানেন না, টেলিভিশন দেখেন না, পত্রিকা পড়ার সুযোগ পান না তাদের কালো পতাকা উড়িয়ে দিয়ে জানিয়ে দিন আপনিও মানুষ হত্যার প্রতিবাদ করছেন।

যেমন দিন কয়েক আগে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্সের পতাকা উড়িয়েছি। পতাকা আইনে তা নিষিদ্ধ থাকলেও আমাদের প্রিয় দলের প্রতি আবেগ ও ভালবাসা ওসব দেশের পতাকা উড়াতে বাধ্য করেছে। দেশের কোথাও কোথাও জরিমানা করা হয়েছে, জেলা প্রশাসকের নির্দেশে পতাকা নামিয়ে ফেলতে হয়েছে।

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পতাকা ওড়ানোর মধ্যে দোষের কিছু নেই। এমনকি ফাইনাল খেলা শেষ হবার পর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বলেছেন, মেসি গোল দিলে ভাল হত। এটা তার ফুটবলের প্রতি গভীর অনুরাগেরই বহি:প্রকাশ। এই অনুরাগ, ফুটবলের প্রতি ভালবাসা দোষের কিছু নয়। কিন্তু যে ফিলিস্তিনিদের মেরে ফেলা হচ্ছে, বোমার আঘাতে তাদের বাড়ি ঘর চূর্ণ বিচূর্ণ করে দেয়া হচ্ছে তাদের প্রতি একটু সহানুভূতি জানানো কি মানুষ হিসেবে আমরা দেখাতে পারি না। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, ১৯৭১ সালে ফিলিস্তিন একাত্মতা প্রকাশ করেছিল। এটা আমরা কেমন করে ভুলে যাই?

আমরা ভাষার দাবিতে বুকের তাজা রক্ত দিয়েছি। আমাদের সংগ্রামের ইতিহাস আছে। ফিলিস্তিনিরা সংগ্রাম করছে মানুষ হিসেবে এ পৃথিবীতে টিকে থাকার। আমরা ভাষা দিবসে বুকে কালো ব্যাজ পড়ি। এখন শত শত মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিনে, তাদের বিনা দোষে, বিনা কারণে হত্যা করা হচ্ছে, আসুন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে কালো পতাকা উড়াই।

মসজিদে যে ইমাম মোনাজাত ধরছেন, তিনি যেন ফিলিস্তিনে মানুষের প্রতি ইসরায়েলি বর্বর হামলার বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। আমরা আমাদের পকেট থেকে দুটো পয়সা খরচ করতে পারব না, কিন্তু একটি কালো পতাকা উড়ালে অন্তত ফিলিস্তিনের মানুষ জানবে এই বাংলায় তাদের প্রতি মানুষ হয়ে মানুষের প্রতি সহানুভূতি ও প্রতিবাদ জানানোর কেউ আছে।

এই একটি কালো পতাকা সম্পূর্ণ প্রতীকি। এর মাঝে কোনো প্রকার রাজনীতির সংকীণতা নেই। ইসরায়েলিরা মুসলমান হত্যা করছে বলে কালো পতাকা নয়। মানুষ হত্যা করছে বলেই। একটি ফিলিস্তিনি শিশু সে মুসলমান কি না, খিস্টান কি না, ইহুদী কি না তার চেয়ে সবচেয়ে বড় পরিচয় সে মানব শিশু। তার মা তার নাম ধরে ডাকছে। তার নাম ধরে শোকে স্তব্ধ হয়ে কাঁদছে। যেমন ১৯৭১ এ কাঁদতেন যুদ্ধে যাওয়া কোনো মুক্তিবাহিনীর সদস্য দামাল ছেলের কোনো মা। তবু তার হাতে অস্ত্র ছিল। ফিলিস্তিনিরা নিরস্ত্র।

অথচ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো বছরে শত শত বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ইসরায়েলের দোসর, ম“দাতা, পরামর্শদাতা দেশগুলোর কাছ থেকে। কই সে সব অস্ত্র তো এখন ব্যবহার করা হচ্ছে না একটি ফিলিস্তিনি শিশু রক্ষার জন্যে। মানবতা রক্ষার জন্যে। এই ঈদে মধ্যপ্রাচ্যের রাজা বাদশাহরা, তাদের যুবরাজ ও পত্মীরা উড়োজাহাজে গিয়ে বিলেতের মত বিভিন্ন দেশ থেকে কেনাকাটা সারছেন। তাদের বিমান উড়ে যাওয়ার সময় তারা কি দেখতে পাচ্ছেন গাজায় ইসরায়েলি বিমান হামলার পর সেই জনবসতি থেকে বিষাক্ত ফসফরাসের কালো ধোঁয়া কিভাবে কুণ্ডলী পাকিয়ে উঠছে। আপনি যদি একটি কালো পতাকা তুলতে পারেন তাহলে তা হবে ওই আঘাতের বিরুদ্ধে সবচেয়ে মৌন ও দুর্বল হলেও বিবেকের দ্বার রুদ্ধ না করা অন্তত একটি প্রতিবাদ মাত্র। উৎসঃ Click this link



বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246358
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ফিলিস্তিনি মজলুমের পক্ষে অবস্থান করা মানব জাতির দায়িত্ব
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
191245
এবেলা ওবেলা লিখেছেন : ধন্যবাদ----
246362
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
গ্রামের পথে পথে লিখেছেন : এটা কি সিরিয়া যুদ্ধের ছবি?
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
191244
এবেলা ওবেলা লিখেছেন : ভাই আমার তা মনে হয় না -- তবে আপনি যে কারণে সন্দেহ করছেন আমি বুঝেছি -- কিছু ফেক ছবি এসেছে সেটা আমিও দেখেছি --
246367
২০ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
আতিক খান লিখেছেন : ভালো বলেছেন, যদিও শুনবে বলে আশাবাদি নই।
২০ জুলাই ২০১৪ রাত ০৮:০৩
191247
এবেলা ওবেলা লিখেছেন : বিন্দু বিন্দু জল থেকে নাকি মহাসাগরের স্মৃষ্টি হয়-- তাই আমরাও চেষ্টা করতে পারি এই অশান্তির পরিবেশে শান্তি ফিরিয়ে আনার উদ্যগ কে --
246372
২০ জুলাই ২০১৪ রাত ০৮:১১
আফরা লিখেছেন : সহমত ।
২০ জুলাই ২০১৪ রাত ০৮:১২
191251
এবেলা ওবেলা লিখেছেন : ধন্যবাদ ----
246382
২০ জুলাই ২০১৪ রাত ০৮:২৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : কি দরকার তার। মসজিদের গিয়ে দোয়া করি, কুরআন খতম দেই আর মহিলারা ঘরে বসে তাসবি পাঠ করি তাতেই ইসরাইল খতম হয়ে যাবে।
২০ জুলাই ২০১৪ রাত ০৮:৪০
191259
এবেলা ওবেলা লিখেছেন : আপনি যেটা বুঝাতে চেয়েছেন খোবের মাধ্যমে এর জন্য ধন্যবাদ থাকল -- হাতের পাঁছ আংঙ্গুল সমান না তেমনি আমাদের চিন্তাভাবনাও সমান না -- তাই কেউ কেউ দোয়া টাকে বিশ্বাসের প্রাধান্য দিয়ে জীবন চলে থাকে--

কিন্তু বর্তমান এ বিশ্বাসের পাশাপাশি একটা গনজোয়ার এর প্রাধান্য এসে গেছে -- যার একটি উদাহরণ মিশরে আরব বসন্ত ।তাই আসলে আমাদের বিশ্বকে জানান দেওয়ার জন্য প্রতিকী কিছু করা উচিত - এটা সবার চিন্তায় আসার দরকার আছে বলে আমার মনে হয়।
246406
২০ জুলাই ২০১৪ রাত ০৯:২৪
বাজলবী লিখেছেন : বিস্ফোরণমুখ পরিস্হতিতে মজলুমের প্রতি অামাদের দায়িত্ব রয়েছে। ভালো লিখেছেন।জাযাক অাল্লাহ খাইর।
২০ জুলাই ২০১৪ রাত ০৯:২৮
191275
এবেলা ওবেলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ---
246423
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৫৩
সন্ধাতারা লিখেছেন : Jajakalla khair.
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৫৪
191309
এবেলা ওবেলা লিখেছেন : ধন্যবাদ-- আপনাকে-
246433
২০ জুলাই ২০১৪ রাত ১০:০৪
egypt12 লিখেছেন : আপনার প্রস্তাব অনেক সুন্দর ও গঠনমূলক Rose
২০ জুলাই ২০১৪ রাত ১০:০৬
191321
এবেলা ওবেলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ---

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File