ডিজিটালের ছলনা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩০ অক্টোবর, ২০১৩, ০৭:৩৫:৩৬ সন্ধ্যা
ডিজিটালের ছলনা ,
হাসু বুবুর ভাবনা।
টেলিফোন তার নমুনা।
সংলাপ সংলাপ খেলনা।
সংলাপ কভু হবে না -
হলে ও ফলাফল আসবে না।
হাসু বুবু করেছে পন ,
ক্ষমতায় থাকিবে বাচিবে যতক্ষণ।
নাস্তিক মুরতাদ নিয়ে
আবার সরকার করিবে সে গঠন।
হাসু বুবুর মাথার উপর ,
বামেরা করে পন পন ,
হাসু বুবু তাই চলে শন শন।
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন