সম্পর্ক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ অক্টোবর, ২০১৩, ০৭:৫১:৫৫ সন্ধ্যা
পানিতে পড়েও ডোবে নি শাপলা
বকুলের জন্য এনেছিলাম শাপলা-মালা,
বকুল যদি গন্ধ হারায় সময়ের স্বেচ্ছাচারে
তবু তার মালা রেখে দেব বেলীর গলায়
বেলীর স্মৃতি ঝাপসা হলে গাঁথব শিউলী মালা
শিউলীর বোন শেফালী সুতা গাঁথতে গিয়ে রক্তাক্ত হবে
সব ফুলে মালা হয় না জেনেও আমি কামিনীতলায় দাঁড়াব!
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন