সৌদি আরবে জেদ্দায় প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের প্রশ্নবিদ্ধ আন্তাজাতিক ট্রাইবুনালের এর মাওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ফাসির রায় ও পুলিশের গুলিতে গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।

লিখেছেন লিখেছেন অন্যায়ের প্রতিবাদি কন্ঠ ০২ মার্চ, ২০১৩, ১০:০৪:০৯ রাত

সৌদিআরবের জেদ্দায় বাংলাদেশের প্রশ্নবিদ্ধ তথাকথিত আন্তজাতিক মানবতবিরূধ ট্রাইবোনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর ফাসির রায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্টিত হয়। জেদ্দার ইন্ডাষ্ট্রিয়াল এলাকা হিসেবে পরিচিত সানাইয়াতে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মোহাম্মদ হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাধারণ শ্রমিক সহ জেদ্দান্থ প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ। বক্তারা বলেন সাইদীর রায়হচ্ছে শতাব্দির চরম মিথ্যাচার ও বাকশালী আওয়ামীলীগের রাজনৈতিক ও শাহবাগের নাস্তিক মোরতাদদের রায়। উক্ত রায়টি লিখেছিলেন স্কাইপি সংলাপের বিতর্কিত বিচারক নিজামুল ইসলামের প্রশ্নবিদ্ধ রায় এ রায়টি ভারতীয় সরকার ও তাদের গোয়েন্দা সংস্থা র এর তৈরী রায়।এ রায় বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা কখন মানতে পারে না মানবে না।অবিলম্বে উক্ত রায় বাতিল করতে হবে। উক্ত রায়ের প্রতিবাদে সৌদিআরবের প্রবাসীরা প্রত্যাখ্যান করে এবং প্রতিবাদ কারীদেরকে পাখির মতো গুলি করে যে গণ হত্যা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে গণহত্যা বন্ধ করার দাবি জানান। এ ব্যাপারে জাতীয়সংঘের ও ওআইসির হস্তক্ষেপ কামনা করেন

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File