বন্দনা গান
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৩ মার্চ, ২০১৩, ০৯:০৫:০৬ রাত
বন্দনা গাই তোমার প্রভু, ধন্য মোরা তোমার দানে৷
সকাল সাঁঝে, সকল কাজে, দৃষ্টি রেখ মোদের পানে৷
জন্ম দিলে এমন ভূমে, হাজার ওলী রয়েছে ঘুমে,
এক পাশে তার শাহ জালাল, অন্য পাশে খান জাহানে৷
বন্দনা গাই তোমার প্রভু,
ধন্য মোরা তোমার দানে
শিয়রে তার পাহাড় টিলা, সাগরে যার কদম চুমে৷
গর্বে মোদের বুক ভরে যায়, জন্মেছি এ পূণ্য ভূমে৷
শ্যামল শোভা, মনো লোভা, অযুত বরণ ফুলের শোভা৷
দিন কেটে যায় পাখির গানে৷ জোনাকীরা আঁধার আনে৷
বন্দনা গাই তোমার প্রভু
ধন্য মোরা তোমার দানে৷
রাত্রীশেষে আসে ভেঁসে, মধুর সূরে আজান ধ্বনি৷
কৃতজ্ঞতায় শির নূয়ে যায়, যখন তোমার এ ডাক শুনি৷
ফল ফলাদীর বৃক্ষ দিলে, শাপলা শালুক খালে বিলে,
মাঠ ভরে দাও সোনার ধানে৷ ধন্য তোমার দয়ার দানে৷
বন্দনা গাই তোমার প্রভু,
ধন্য মোরা তোমার দানে৷
========================================
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন